ডেভিডের বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার সিরিজ জয়

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে টেস্টে হোয়াইটওয়াশ করে লজ্জায় ফেলেছে অস্ট্রেলিয়া। এবার তারা দুই ম্যাচ হাতে রেখেই টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করেছে। টিম ডেভিডের ৩৭ বলে ১০২ রানের বিধ্বংসী ইনিংসের সুবাদে ক্যারিবিয়ানদের বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচে ৬ উইকেটে জয় পেয়েছে অসিরা। দুর্দান্ত ব্যাটিং করে ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরি তুলে নিয়েছেন ডেভিড।
সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে আজ শনিবার (২৬ জুলাই) সকালে টসে হেরে ব্যাট করতে নেমে দারুণ শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২১৪ রান করে তারা। জবাবে ২৩ বল হাতে রেখে ৪ উইকেট হারিয়ে ২১৫ রান করে অসিরা।
প্রথম উইকেটের জুটিতে ব্র্যান্ডং কিং ও অধিনায়ক শাই হোপ মিলে ৭০ বলে ১২৫ রানের জুটি গড়েন। কিং ৬ ছক্কা ও ৩ চারে ৩৬ বলে ৬২ রান করে সাজঘরে ফিরেন।
এরপর ক্যারিবিয়ানদের বড় সংগ্রহের দিকে একাই টেনে নেন অধিনায়ক হোপ। ৬ ছক্কা ও ৮ চারে ৫৭ বলে ১০২ রান করে অপরাজিত ছিলেন তিনি। বাকিরা তাকে সঙ্গ দিলেও বড় সংগ্রহ আসেনি কারো ব্যাট থেকে। শিমরন হেটমায়ার ৬ বলে ৯ রান, শেরফান রাদারফোর্ড ১৩ বলে ১২ রান, রোভম্যান পাওয়েল ৫ বলে ৯ রান করেন। রোমারিও শেফার্ড ৩ বলে ৯ রান করে অপরাজিত ছিলেন।
২১৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি অসিদের। ৮.৫ ওভারের মধ্যেই ৮৭ রানে প্রথম চার ব্যাটারকে হারায় তারা। অধিনায়ক মিচেল মার্শ ১৯ বলে ২২ রান, গ্লেন ম্যাক্সওয়েল ৭ বলে ২০ রান, জশ ইংলিশ ৬ বলে ১৫ রান ও ক্যামেরুন গ্রিন ১৪ বলে করেন ১১ রান।
এরপর ডেভিড ও মিচেল ওয়েনের সামনে দাঁড়াতেই পারেনি ক্যারিবীয়ান বোলাররা। পঞ্চম উইকেটে অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ রানের জুটি গড়েন এই দুজন। ডেভিড-ওয়েনের ৪৪ বলে ১২৮ রানে জুটিতে সহজেই লক্ষ্যে পৌঁছে যায় সফরকারীরা।
ডেভিড ১১ ছক্কা ও ৬ চারে ২৭৫ দশমিক ৬৮ স্ট্রাইকরেটে ৩৭ বলে ১০২ রান করে অপরাজিত ছিলেন ও ওয়েন ১৬ বলে ৩ ছক্কা ও ২ চারে ৩৬ রানের ইনিংস খেলে টিকে ছিলেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে শেফার্ড সর্বোচ্চ ২ উইকেট পান।
ম্যাচসেরা হয়েছেন টিম ডেভিড। এই জয়ে ৩-০ ব্যবধানে এগিয়ে গেল মার্শ-ওয়েনরা। ৫ ম্যাচ সিরিজে ২ ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া।