মেসির ভারত সফরে যা যা থাকছে

লিওনেল মেসি ভারতে আসবেন, তা কারও অজানা নয়। চলতি বছরের ডিসেম্বরে ভারত সফরে আসার কথা রয়েছে মেসির। এবার প্রকাশ করা হয়েছে আনুষ্ঠানিক সময়সূচি। ‘গোট ট্যুর অব ইন্ডিয়া’ নামের এই সফরে ১৩-১৫ ডিসেম্বর বিভিন ইভেন্টে অংশ নেবেন মেসি।
মেসির বহুল আলোচিত সফরে চারটি শহর অন্তর্ভুক্ত করা হয়েছে। এই সফরের মাধ্যমে ১৪ বছর পর ভারতে ফিরছেন মেসি। তার এই সফরের প্রধান আকর্ষণগুলোর মধ্যে থাকছে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ।
সফর প্রসঙ্গে মেসি বলেন, ‘এই সফরটি আমার জন্য অত্যন্ত সম্মানের। ভারত একটি খুব বিশেষ দেশ। ১৪ বছর আগে সেখানে কাটানো সময় থেকে আমার ভালো স্মৃতি রয়েছে। ফ্যানেরা ছিল অসাধারণ। ভারত একটি আবেগপ্রবণ ফুটবল জাতি। আমি নতুন প্রজন্মের ফ্যানদের সঙ্গে দেখা করতে এবং এই সুন্দর খেলার প্রতি আমার ভালোবাসা ভাগ করে নিতে মুখিয়ে আছি।’
মেসির এই সফর শুরু হবে ১৩ ডিসেম্বর কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে। সেখানে অনুষ্ঠিত হবে ‘গোট কনসার্ট‘ ও ‘গোট কাপ।’ এই আয়োজনে মেসি ভারতীয় ক্রীড়া আইকন সৌরভ গাঙ্গুলী, বাইচুং ভুটিয়া ও লিয়েন্ডার পেজের সঙ্গে মাঠ ভাগ করে নেবেন। উৎসবের অংশ হিসেবে ২৫ ফুট উঁচু মেসির একটি ম্যুরাল তৈরি করা হবে এবং মেসির একটি বৃহৎ আকারের মূর্তি উন্মোচন করা হবে। এছাড়া, মেসির আর্জেন্টাইন চা-প্রীতির কথা মাথায় রেখে শহরে একটি ফুড অ্যান্ড টি ফেস্টিভ্যালও হবে, যেখানে আসাম ফিউশনযুক্ত বিশেষ চা পরিবেশিত হবে।
কলকাতার পর মেসির গন্তব্য হবে আহমেদাবাদ। সেখান থেকে তিনি যাবেন মুম্বাই ও নয়াদিল্লি। মুম্বাইয়ে ব্র্যাবোর্ন স্টেডিয়ামে মেসি ‘প্যাডেল গোট কাপ’ এ অংশ নেবেন। তার সঙ্গে শাহরুখ খান, শচীন টেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনি এবং অন্যান্য বলিউড তারকারা থাকতে পারেন।
ডিসেম্বরে মেসির ব্যক্তিগত সফরের আগে নভেম্বর মাসে আর্জেন্টিনা ফুটবল দল ভারতে আসতে চলেছে। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) নিশ্চিত করেছে, কোচ লিওনেল স্কালোনির অধীনে বিশ্ব চ্যাম্পিয়ন দলটি ১০ থেকে ১৮ নভেম্বরের মধ্যে ফিফা আন্তর্জাতিক উইন্ডো চলাকালীন কেরালাতে একটি প্রীতি ম্যাচ খেলবে। প্রতিপক্ষ ও ভেন্যু এখনও নিশ্চিত না হয়নি।