বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আরও এক প্রার্থী

নির্বাচনের বাকি আছে একদিন। এমন সময়ে প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন আরও একজন। লেজেন্ডস অব রূপগঞ্জের কাউন্সিলর মোহাম্মদ লুতফর রহমান বাদল আজ শনিবার (৪ অক্টোবর) নিজেকে সরিয়ে নেন। গতকাল জানিয়েছিলেন, নির্বাচন করবেন তিনি। একদিন পরই মত বদলালেন।
লুৎফর রহমান বলেন, ‘আমি আসন্ন বিসিবি নির্বাচন থেকে নিজেকে প্রত্যাহার করে নিলাম। এখানে কারো দিকে আঙুল তুলছি না। তবে অদূর ভবিষ্যতে পরিস্থিতি কখনো অনুকূলে থাকলে সবাইকে জানাব কেন এবং কী কারণে এ সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম। কাঁদা ছোড়ার দিকে আমি যেতে চাই না। যারা এই নির্বাচনে জয়ী হয়ে পরিচালক হচ্ছেন তাদের প্রতি শুভকামনা। তবে আমি দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, একাধিক প্যানেলে নির্বাচন হলে সেটা মাইলফলক হয়ে থাকতো। যারা পুরো সময় আমার পাশে ছিলেন তাদের ধন্যবাদ।’
এদিকে, অনেকটা নতুন মোড় বিসিবি নির্বাচনে। মনোনয়ন চূড়ান্ত হওয়ার পর যখন মনে হচ্ছিল সবকিছু অনেকটা স্বাভাবিক, ঠিক তখন শুরু হয়েছে আরেক আলাপ। আগেই একবার পেছানো হয়েছে নির্বাচনের তারিখ। আবারও পেছানোর কথা বলছেন মনোনয়ন প্রত্যাহার করে নেওয়া প্রার্থীরা।
গত বৃহস্পতিবার মনোনয়ন প্রত্যাহার করা এই প্রার্থীরা যুব ও ক্রীড়া উপদেষ্টার কাছে তিনটি দাবি রাখেস—বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদের মেয়াদ আরও কিছুদিন বাড়ানো, সম্ভব হলে অ্যাডহক কমিটি গঠন এবং নির্বাচন পিছিয়ে নতুন করে সময়সূচি নির্ধারণ করা।
যদিও এসব নিয়ে ক্রীড়া উপদেষ্টা সাড়া দেননি। সবকিছু ঠিক থাকলে আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে বিসিবি নির্বাচন।