৬ মাসে ক্রিকেটের উন্নতির কথা জানালেন ফাহিম

গত বছর জুলাই অভ্যুত্থানের পর দেশে অনেক কিছুতেই পরিবর্তন এসেছিল। পরিবর্তনের সেই ছোঁয়া লেগেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও (বিসিবি)। নাজমুল হাসান পাপন দেশ ছেড়ে পালানোর পর বিসিবিতে পরিচালক হয়ে ঢুকেছিলেন নাজমুল আবেদীন ফাহিম। যার মেয়াদ ছিল আজ রোববার (৫ অক্টোবর) পর্যন্ত।
প্রায় ১৩ মাস বিসিবিতে পরিচালক হিসেবে ছিলেন ফাহিম। ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান হিসেবে কাজ করেছেন তিনি। এই সময়ে দেশের ৬৪ জেলার মধ্যে শক্ত একটা নেটওয়ার্ক তৈরি করেছেন বলে জানালেন ফাহিম। ক্রিকেটের অবকাঠামোগত উন্নয়নে যা অনেক বেশি কাজ করবে।
ফাহিম বলেন, ‘আমাদের সাথে সারা দেশের ৬৪টি জেলার একটা নেটওয়ার্ক অলরেডি তৈরি হয়ে গেছে। আমরা অলরেডি কীভাবে কী করতে হবে, না করতে হবে এ নিয়ে বিশদ আলোচনা করেছি। সেটা বোধহয় একটা বড় অ্যাচিভমেন্ট, যেটা হয়তো কারো চোখে এখনো পড়েনি।’
আগামীকাল বিসিবি নির্বাচন। সেখানেও বুলবুল-ফাহিম জুটি জয়ী হওয়ার বড় সম্ভাবনা আছে। নির্বাচনে জয়ী হলে আগামী ছয় মাসের মধ্যে ক্রিকেটকে বিকেন্দ্রীকরণ করবেন বলে জানালেন ফাহিম।
ফাহিম বলেন, ‘আমরা যদি পরবর্তীতে আসতে পারি, আপনারা আমাদের এই সময়ের অ্যাচিভমেন্টগুলো দেখতে পারবেন। বিশেষ করে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভলপমেন্টের ক্ষেত্রে। আটটা বিভাগকে নিয়ে আমরা যে স্বপ্ন দেখছি, আমরা বিকেন্দ্রীকরণের মাধ্যমে যে স্বপ্নগুলো দেখছি, সারা দেশে ক্রিকেটকে ছড়িয়ে দেওয়ার আমরা যে স্বপ্নগুলো দেখছি, এগুলি অনেক কিছুই ভিজিবল হবে হয়তো সামনের ছয় মাসের মধ্যে।’
গত ১৩ মাসে বিসিবিতে কাজ করার অভিজ্ঞতা জানিয়ে ফাহিম বলেন, ‘যেরকম মানসিকতা নিয়ে প্রথমে শুরু করেছিলাম, প্রথম দিকে পরিবেশ বা পরিস্থিতি যথেষ্ট কঠিন ছিল। কারণ আমরা আমরা দুজনই ছিলাম মাত্র অভ্যুত্থান পরবর্তী এনএসসির রিপ্রেজেন্টেটিভ। তার আগের যারা ছিলেন তাদের ও আমাদের মধ্যে একটা দুরত্ব ছিল। বাট কিছু সময় পরই আমরা সবাই মিলে একসাথে কাজ করা শুরু করেছিলাম।’
আমিনুল ইসলাম বুলবুলকে নিয়ে ফাহিম বলেন, ‘একটা সময় পর যখন আমাদের নতুন প্রেসিডেন্ট বুলবুল এলেন, বোধহয় আমাদের কাজের স্পিডটা অনেক বেশি ছিল। আমার ধারণা যে , এরপর আমরা অনেক কিছু অ্যাচিভও করেছি।’