বিসিবির কমিটি : কোন দায়িত্ব পেলেন আসিফ-রাজ্জাক?

বিসিবি নির্বাচনে এবার আলোচিত নাম ছিলেন সংগীত শিল্পী আসিফ আকবর। কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছিলেন তিনি। চমক তৈরি করেছিলেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও নির্বাচক আব্দুর রাজ্জাকও। তিনিও বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছিলেন। দুজনই ক্যাটাগরি-২ থেকে নির্বাচিত হয়েছেন।
আজ মঙ্গলবার (৭ অক্টোবর) মিরপুরে প্রথম বোর্ড মিটিংয়ে বসেন বিসিবির নতুন পরিচালনা পর্ষদে। লক্ষ্য ছিল, নির্বাচিত পরিচালকদের মধ্যে বিভিন্ন বিভাগের দায়িত্ব বণ্টন করা। সেখানে আলোচনার কেন্দ্রতে ছিলেন এই দুজন।
বোর্ড সভা শেষে জানা গেছে, নারী বিভাগের দায়িত্ব পেয়েছেন সাবেক নির্বাচক আব্দুর রাজ্জাক। আর আসিফ আকবর পেয়েছেন বয়সভিত্তিক ক্রিকেটের দায়িত্ব।
এছাড়া প্রথমবারের মতো বিসিবির পরিচালক নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। ক্যাটাগরি-৩ থেকে নির্বাচিত হয়েছেন তিনি। সাবেক এই অধিনায়ক দায়িত্ব পেয়েছেন হাই-পারফরম্যান্স ইউনিটের (এইচপি)।
অন্যদিকে, বিপিএল গভর্নিং কাউন্সিল, ওয়ার্কিং কমিটি ও গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। ক্রিকেট অপারেশন্স কমিটি সামলাবেন নাজমুল আবেদিন ফাহিম।