দেশব্যাপী ফ্রি সার্ভিসিং ক্যাম্প শুরু করল ডেল বাংলাদেশ

রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে ডেল সার্ভিস ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা। ছবি : বিজ্ঞপ্তি
সারা দেশব্যাপী গ্রাহকসেবা উন্নয়নের লক্ষ্যে ডেল কম্পিউটার ব্যবহারকারীদের ফ্রি পিসি সার্ভিসিং দিতে ডেল বাংলাদেশ শুরু করেছে ‘ডেল সার্ভিস ক্যাম্প’ নামে একটি বিশেষ ক্যাম্পেইন।
আজ শনিবার রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে এ সার্ভিস ক্যাম্পের উদ্বোধন করেন রংপুর সিটি করপোরেশনের প্যানেল মেয়র গোলাম কবির কাজল।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডেল বাংলাদেশের বিজনেস ডেভেলপমেন্ট ব্যবস্থাপক সরোয়ার চৌধুরীসহ ডেল বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ডেল বাংলাদেশের স্থানীয় পার্টনার ও ডিস্ট্রিবিউটররা।
এই ক্যাম্পেইন ২৮ নভেম্বর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত চলবে। সার্ভিস ক্যাম্পে গ্রাহকসেবা প্রদান ছাড়াও আরো থাকছে গেমিং, কুইজ প্রতিযোগিতা, সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বিজ্ঞপ্তি।