যে গ্রামে হেলিকপ্টারে চড়ে যেতে হয়

আল্পস পর্বতের কোলে ইটালির বিচ্ছিন্ন এক গ্রাম পর্যটকদের কাছে আকর্ষণীয় হলেও সেখানে বাস করা খুব কঠিন। শুধু সিড়িঁ ভেঙে অথবা হেলিকপ্টারে চড়ে সেখানে পৌঁছানো সম্ভব। এমন পরিবেশেই বাস করছে কয়েকটি পরিবার।নামে আল্পস পর্বতের শেষ বিচ্ছিন্ন গ্রাম অবস্থিত। সেখানে মাত্র নয় জন মানুষ পাকাপাকি বাস করেন। রেস্তোরাঁর মালিক এলেনা গুসমেরোলি ছোট সেই সমাজের স্তম্ভ হিসেবে পরিচিত।তাঁর রেস্তোরাঁয় পৌঁছানোর দুটি উপায় রয়েছে...