অ্যান্ড্রয়েড থেকে আইফোনে স্থানান্তর করা যাবে হোয়াটসঅ্যাপ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/06/14/whatsapp.jpg)
বিশ্বের অন্যতম জনপ্রিয় ক্ষুদেবার্তা আদানপ্রদানের অ্যাপ হোয়াটসঅ্যাপে নতুন সেবা চালুর ঘোষণা দেওয়া হয়েছে। এখন থেকে অ্যান্ড্রয়েড ব্যবহারকারী চাইলে তার হোয়াটসঅ্যাপ আইফোনে স্থানান্তর করতে পারবেন। এর ফলে তার হোয়াটসঅ্যাপে থাকা ছবি, ভিডিও, ডকুমেন্ট, কোনো টেক্সট বা ভয়েস ম্যাসেজের কোনকিছুই হারিয়ে যাবে না।
হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান মেটা’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ আজ মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যায় ফেসবুক স্ট্যাটাসে এ তথ্য জানান।
এন্ড-টু-এন্ড এনক্রিপশন বজায় রেখেই অ্যান্ড্রয়েড থেকে আইফোনে স্থানান্তর করা যাবে হোয়াটসঅ্যাপ। গোপনীয়তা বা তথ্য হারানোর কোনো সম্ভাবনা নেই।
![](http://103.16.74.218/sites/default/files/styles/infograph/public/images/2022/06/14/intr.jpg 687w)
বহুল আকাঙ্ক্ষিত সেবাটি চালুর ঘোষণা দিয়ে ফেসবুক স্ট্যাটাসে মার্ক জাকারবার্গ বলেন, ‘গত বছর আমরা আইফোন থেকে অ্যান্ড্রয়েডে স্থানান্তরের সেবা চালু করেছিলাম। এবার অ্যান্ড্রয়েড থেকে আইফোনে স্থানান্তর চালু করা হচ্ছে।’