আজ ঈদের চাঁদ দেখার সম্ভাবনা নেই : আইএসি
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/04/30/saudi-moon.jpg)
ছবি : সংগৃহীত
আন্তর্জাতিক সংস্থা দ্য ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টার (আইএসি) বলছে, আজ শনিবার শাওয়ালের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা নেই, এর মানে আগামীকাল রোববার রমজান মাসের শেষ দিন এবং পরদিন সোমবার শাওয়ালের প্রথম দিন অর্থাৎ পবিত্র ঈদুল ফিতর। গালফনিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টার শনিবার সকালে এক বিবৃতিতে বলেছে, চাঁদ দেখার মধ্য দিয়ে আজ রমজানের শেষ দিন চিহ্নিত করা খুবই কঠিন হবে। মুসলিম বিশ্বের কোনো দেশ থেকেই আজ চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা নেই।
![](http://103.16.74.218/sites/default/files/styles/infograph/public/images/2022/04/30/saudi-moon-insert.jpg 687w)
তবে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতারসহ বেশ কয়েকটি দেশ মুসলিমদের উদ্দেশে অনুরোধ জানিয়েছে, আজ শনিবার ২৯ রমজান সন্ধ্যায় শাওয়ালের চাঁদ দেখতে পেলে তারা যেন সরকারকে জানান।