আফগানিস্তানে যুদ্ধবিরতির প্রস্তাব দিল তালেবান
দীর্ঘ দুই দশকের যুদ্ধ শেষে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে নিচ্ছে যুক্তরাষ্ট্র। জানা গেছে, এরই মধ্যে আফগানিস্তান থেকে অধিকাংশ মার্কিন সেনা প্রত্যাহার সম্পন্ন হয়েছে।
যুক্তরাষ্ট্রের পাশাপাশি ন্যাটোভুক্ত দেশগুলোও তাদের সেনা প্রত্যাহার করে নিচ্ছে আফগানিস্তান থেকে। বিদেশি সেনা প্রত্যাহার শুরুর পর থেকে আফগানিস্তানের অনেক এলাকা দখলে নিয়েছে তালেবান যোদ্ধারা।
প্রতিদিনই দেশটির নিরাপত্তা বাহিনীর সঙ্গে তালেবান যোদ্ধাদের সংঘাত হচ্ছে। এমন পরিস্থিতিতে আফগানিস্তানের কারাগারে থাকা প্রায় সাত হাজার বন্দীকে মুক্তির বিনিময়ে তিন মাসের যুদ্ধবিরতির প্রস্তাব করেছে তালেবান।
শান্তি চুক্তির সঙ্গে জড়িত সরকারের একজন আলোচক আজ বৃহস্পতিবার এ খবর জানান। খবর ফ্রান্স২৪ ও এনডিটিভির।
একে বড় দাবি উল্লেখ করে নাদের নাদেরি সাংবাদিকদের বলেন, এ ছাড়াও তারা জাতিসংঘের কালো তালিকা থেকে তাদের নেতাদের নাম মুছে দেওয়ার দাবি জানিয়েছে।
তালেবানের দেওয়া যুদ্ধবিরতি প্রস্তাবের বিষয়ে আফগান সরকার কীভাবে প্রতিক্রিয়া জানাবে তা তাত্ক্ষণিকভাবে স্পষ্ট নয়, কেননা ৩১ আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে সব সেনা প্রত্যাহারের গতি ত্বরান্বিত করেছে যুক্তরাষ্ট্র।