আফগান সীমান্তের ৯০ শতাংশের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি তালেবানের
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/07/23/2021-07-15t114136z_1384919816_rc2ako9sqlmz_rtrmadp_3_afghanistan-conflict.jpg)
তালেবানের এক মুখপাত্র দাবি করে বলেছেন, তারা আফগানিস্তানের সীমান্তের ৯০ শতাংশের নিয়ন্ত্রণ নিয়েছে। দেশটি থেকে বিদেশি সেনা প্রত্যাহার করে নেওয়ায় তালেবান ব্যাপক হামলা চালানোর পর এমন দাবি করল। খবর এএফপির।
গতকাল বৃহস্পতিবার তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ রাশিয়ার রাষ্ট্র পরিচালিত বার্তা সংস্থা রিয়ানভোস্তিকে বলেন, ‘তাজিকিস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান ও ইরানের সঙ্গে আফগানিস্তান সীমান্ত বা দেশটির মোট সীমান্তের প্রায় ৯০ শতাংশ আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।’ তবে তাদের এমন দাবি নিরপেক্ষভাবে যাচাই করার কোনো সুযোগ নেই।
মার্কিন ও ন্যাটো সেনা প্রত্যাহার করায় তালেবানরা আফগানিস্তান জুড়ে তাদের হামলা ক্রমেই আরো জোরদার করছে। আবার মাথা চাড়া দিয়ে ওঠা তালেবানরা বর্তমানে আফগানিস্তানের ৪শ’ জেলার প্রায় অর্ধেক নিয়ন্ত্রণ করছে বা দখল করে নিয়েছে।
জাবিউল্লাহ মুজাহিদ রিয়ানভোস্তিকে বলেন, তালেবান আফগানিস্তানে ইসলামিক স্টেট গ্রুপকে বরদাস্ত করবেনা। ইসলামিক স্টেট গ্রুপটি আইএস নামেও পরিচিত।
তিনি বলেন, ‘আমরা আপনাদের আশ্বস্ত করছি যে, আমরা আফগানিস্তানে বিশেষ করে আমাদের নিয়ন্ত্রণে থাকা বিভিন্ন এলাকায় আইএস’কে সক্রিয় হওয়ার সুযোগ দেব না।’
তিনি আরো বলেন, ‘আফগানিস্তানে মধ্য এশিয়ার বা চীনের কোনো যোদ্ধা নেই।’
মুজাহিদ বলেন, সেনা প্রত্যাহারের পর তালেবান আফগানিস্তানে আর কোনো বিদেশি সেনা বরদাস্ত করবে না। এমনকি তারা দেশটিতে তুরস্কের সেনাদের অবস্থানও মেনে নেবেনা। আঙ্কারা কাবুল বিমান বন্দরের নিরাপত্তা প্রদানের দায়িত্ব গ্রহণের ব্যাপারে ওয়াশিয়টনের সঙ্গে আলোচনা করে যাচ্ছে।