আমি শান্তি পছন্দ করি, কোনো যুদ্ধ চাই না : ট্রাম্প

ইরাকে মার্কিন দূতাবাসে বিক্ষোভকারীদের হামলার ঘটনায় ইরানকে সরাসরি দায়ী করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরাকে মার্কিন দূতাবাসে হামলার কারণে ইরানকে ‘অত্যন্ত চড়া মূল্য’ দিতে হবে।
তবে এবার সেই অবস্থান থেকে পুরোপুরি সরে এলেন ট্রাম্প। ইরানের সঙ্গে যুদ্ধের কোনো আশঙ্কা দেখছেন না বলে জানিয়েছেন তিনি।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, ইরাকে মার্কিন দূতাবাসে ইরানপন্থিদের হামলার ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার এক বিবৃতিতে এ কথা বলেন ট্রাম্প।
ফ্লোরিডার একটি ক্লাবে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্পকে জিজ্ঞেস করা হয়েছিল, তিনি ইরানের সঙ্গে যুদ্ধের আশঙ্কা দেখছেন কিনা। এর জবাবে ট্রাম্প বলেন, ‘আমি কি এটা চাই? না। আমি শান্তি চাই। আমি শান্তি পছন্দ করি। অন্য সবার চেয়ে ইরানেরও শান্তি চাওয়া উচিত। সুতরাং যুদ্ধ-সংক্রান্ত আমি তেমন কিছুই দেখছি না।’