ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনের অনীহা থাকতে পারে : ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের বেসামরিক এলাকায় রুশ হামলার তীব্র সমালোচনা করে বলেছেন, ‘ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনের অনীহা থাকতে পারে’। শনিবার (২৬ এপ্রিল) রোমে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর ট্রুথ সোশালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ কথা বলেন। খবর এএফপির।
ট্রুথ সোশালে দেওয়া পোস্টে ট্রাম্প বলেন, হয়তো মস্কোর বিরুদ্ধে অতিরিক্ত নিষেধাজ্ঞা দিয়ে পুতিনকে ‘ভিন্নভাবে মোকাবিলা’ করতে হবে।
পোস্টে ট্রাম্প আরও বলেন, ‘গত কয়েক দিনে পুতিনের বেসামরিক এলাকা, শহর ও নগরীতে ক্ষেপণাস্ত্র ছোড়ার কোনো কারণ ছিল না। এটি আমাকে ভাবতে বাধ্য করছে, হয়তো তিনি যুদ্ধ থামাতে চান না।’

‘তিনি (পুতিন) আমাকে ব্যবহার করে সময় ক্ষেপণ করছেন। তাকে কি ‘ব্যাংকিং’ বা ‘সেকেন্ডারি স্যাংশনস’-এর মাধ্যমে ভিন্নভাবে মোকাবিলা করতে হবে? খুব বেশি মানুষ মারা যাচ্ছে!!!’ যোগ করেন ট্রাম্প।
এদিকে ক্রেমলিন জানিয়েছে, মস্কোয় শুক্রবার মার্কিন দূত স্টিভ উইটকফের সঙ্গে এক বৈঠকে পুতিন জানিয়েছেন, তিনি ‘কোনো পূর্বশর্ত ছাড়াই’ ইউক্রেনের সঙ্গে আলোচনায় প্রস্তুত।