ইউক্রেনীয় বাহিনী পাল্টা হামলার পরিকল্পনা করছে : পেন্টাগন
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/03/23/ukraine-crisis.jpg)
ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি শপিং সেন্টারে রুশ হামলা। ছবি : রয়টার্স
মার্কিন প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্র জন কিরবি বলেছেন, ইউক্রেন খুবই বুদ্ধিমত্তার সঙ্গে এবং খুবই সাবলীলভাবে দেশ রক্ষা করছে। আজ বুধবার তিনি সাংবাদিকদের এ কথা বলেন বলে জানিয়েছে বিবিসি।
জন কিরবি বলেন, ‘আমরা ইঙ্গিত পেয়েছি, ইউক্রেনীয়রা এখন কিছুটা আক্রমণাত্মক দিকে যাচ্ছে। আমরা এখন বিভিন্ন জায়গায়, বিশেষ করে দক্ষিণে খেরসনের কাছে এলাকা পুনরুদ্ধারের চেষ্টা করতে দেখছি তাদের।’
![](http://103.16.74.218/sites/default/files/styles/infograph/public/images/2022/03/23/1capture.jpg 601w)
কিরবি আরও বলেন, ‘ইউক্রেনীয় বাহিনী পাল্টা হামলার পরিকল্পনা করছে এবং সেইদিকে অগ্রসর হচ্ছে। ইউক্রেনীয়রা অত্যন্ত কঠোর প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করছে।’
রুশ বাহিনী যেসব কৌশলগত লক্ষ্য নির্ধারণ করেছিল, তার কোনোটিই অর্জন করতে পারেনি। বা কিছু লক্ষ্য অর্জন করে থাকলেও অবশ্যই সেগুলো ক্ষতি ছাড়া অর্জন করতে পারেনি,’ যোগ করেন জন কিরবি।