ইউক্রেনে যুদ্ধাপরাধ করছে রুশ বাহিনী, অভিযোগ জেলেনস্কির
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/03/01/war-crime.jpg)
রুশ বাহিনী যুদ্ধাপরাধ করছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনের খারকিভ শহরে বোমাবর্ষণের ঘটনায় বেসামরিক নাগরিক নিহত হয়েছে উল্লেখ করে এ দাবি করেন তিনি। সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহরে সোমবার হামলার সময় ইচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।’
এরই মধ্যে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) এমন অভিযোগের বিষয়ে নিজস্ব তদন্ত শুরু করতে চাইছে বলে জানিয়েছে বিবিসি।
আইসিসি’র চিফ প্রসিকিউটর করিম খান বলেছেন, “ইউক্রেনে যুদ্ধাপরাধ বা মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে বলে বিশ্বাস করার ‘যৌক্তিক কারণ’ রয়েছে।”
এর আগে সোমবার ইউক্রেনে বড় ধরনের ধ্বংসযজ্ঞ চালাতে রাশিয়া ক্লাস্টার ও ভ্যাকুয়াম বোমা ব্যবহার করছে বলে দাবি করা হয়। ওই হামলায় ১১ জন নিহত এবং আরও অনেকের আহত হওয়ার খবর প্রকাশ পাওয়ার পর রাশিয়াকে যুদ্ধাপরাধের জন্য অভিযুক্ত করেন জেলেনস্কি।
যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ওকসানা মার্কারোভা বলেন, ‘এটি এমন একটি অস্ত্র, যা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এর আগেই নিন্দা জানিয়েছে।’
![](http://103.16.74.218/sites/default/files/styles/infograph/public/images/2022/03/01/war-crime-inside.jpg 687w)
ইউক্রেনের এই রাষ্ট্রদূত মার্কিন কংগ্রেসের সদস্যদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের বলেছেন, ‘রাশিয়া ভ্যাকুয়াম বোমা নামক একটি থার্মোবারিক অস্ত্র ব্যবহার করেছে। আজ এই বোমা ব্যবহার করা হয়েছে। তারা (রাশিয়া) ইউক্রেনে বড় ধরনের ধ্বংসযজ্ঞ চালাতে চাচ্ছে।’
আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচের পক্ষ থেকে বলা হয়েছে, রুশ বাহিনী ব্যাপকভাবে নিষিদ্ধ ক্লাস্টার অস্ত্র ব্যবহার করেছে বলে মনে হচ্ছে।
অ্যামনেস্টি রাশিয়াকে অভিযুক্ত করে বলেছে, উত্তর-পূর্ব ইউক্রেনে বেসামরিক লোকজনের আশ্রয় নেওয়া একটি স্কুলের ওপর হামলা চালিয়েছে রাশিয়া।