ইউক্রেনে রুশ হামলায় মার্কিন নাগরিক নিহত : যুক্তরাষ্ট্র
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/03/18/us-dead-photo.jpg)
ইউক্রেনের চেরনিহিভ শহরে রুশ বাহিনীর হামলায় এক মার্কিন নাগরিক নিহত হয়েছেন বলে দাবি করছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, ‘১৭ মার্চ ইউক্রেনে এক মার্কিন নাগরিকের নিহত হওয়ার খবর আমরা নিশ্চিত করতে পেরেছি। এ ঘটনায় নিহতের পরিবারের প্রতি আমরা আন্তরিক সমবেদনা জানাই।’
মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘নিহত ওই ব্যক্তির নাম জেমস হুইটনি হিল। চেরনিহিভ শহরে নিরস্ত্র বেসামরিক মানুষদের ওপর হামলার সময় তিনি নিহত হন।’
বিবিসি জানিয়েছে, হিল তাঁর ইউক্রেনীয় সঙ্গীর সঙ্গে গত ডিসেম্বরে ইউক্রেন ভ্রমণে যান।
![](http://103.16.74.218/sites/default/files/styles/very_big_1/public/images/2022/03/18/us-dead-inside.jpg)
ইউক্রেনের চলমান পরিস্থিতি নিয়ে হিল সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লেখেন, ‘প্রতিদিন মানুষ পালাতে গিয়ে নিহত হচ্ছে। রাতে এখানে বোমা পড়ছে।’
হিল আরও লেখেন, ‘দিনের কয়েক ঘণ্টার জন্য আমার ওয়াইফাই-এর সুবিধা আছে। এ ছাড়া কয়েক দিনের জন্য পর্যাপ্ত খাবার রয়েছে।’