ইউক্রেন যুদ্ধে সমর্থন বন্ধ করে যুক্তরাষ্ট্রের উচিত শান্তির আলোচনা : লুলা
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/04/15/lula_brazil_thum.jpg)
যুক্তরাষ্ট্রের উচিত ইউক্রেন যুদ্ধে সমর্থন বন্ধ করা বলে মন্তব্য করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডি সিলভা। তিনি বলেছেন, তাদের উচিত এমন সমর্থন বন্ধ করে শান্তির জন্য আলোচনা শুরু করা। আজ চীন সফরের শেষ পর্যায়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এ সময় তিনি ‘ইউরোপীয় ইউনিয়নেরও শান্তি নিয়ে আলোচনা শুরু করা দরকার’ বলে মন্তব্য করেন।
চীন সফরের সময় লুলা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেন।
‘ব্রাজিল ফিরে এসেছে’ বৈশ্বিক মঞ্চে এমন বার্তা দিতেই লুইজ ইনাসিও লুলা দা সিলভার এই সফর।
বাসস ও সংবাদ সংস্থা ফান্স২৪ এমন সব তথ্যের পাশাপাশি প্রতিবেদনে উল্লেখ করেছে, লুলা শনিবার এক দিনের সরকারি সফরে সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছেন এবং তিনি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ানের সঙ্গে দেখা করবেন।
![](http://103.16.74.218/sites/default/files/styles/very_big_1/public/images/2023/04/15/_lula_in.jpg)
লুলা বেইজিংয়ে সাংবাদিকদের বলেন, ‘যুক্তরাষ্ট্রকে যুদ্ধে উৎসাহ দেওয়া বন্ধ করতে হবে এবং শান্তির কথা বলা শুরু করতে হবে। ইউরোপীয় ইউনিয়নকে শান্তির কথা বলা শুরু করতে হবে।’ সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার আগে তিনি একথা বলেন। আরও বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের নেতা ভলোদিমির জেলেনস্কিকে ‘বোঝাতে’ হবে যে ‘বিশ্বের স্বার্থে শান্তি দরকার’