ইউক্রেন সীমান্তে সৈন্য দ্বিগুণ করবে বেলারুশ
ইউক্রেনের সঙ্গে দক্ষিণাঞ্চলীয় সীমান্তে দ্বিগুণ সৈন্য মোতায়েন করা হবে বলে জানিয়েছেন বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো। খবর বিবিসির।
ইউক্রেন-বেলারুশ সীমান্তে বর্তমানে পাঁচটি কৌশলগত ব্যাটালিয়ন রয়েছে। আগামী দুদিনের মধ্যে এ সংখ্যা দশে যাবে বলে ঘোষণা করেছেন আলেকজান্ডার লুকাশেঙ্কো।
বেলারুশের নিরাপত্তা পরিষদকে আলেকজান্ডার লুকাশেঙ্কো বলেছেন, ‘উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত এসব সেনা বেলারুশের বিরুদ্ধে যেকোনো উসকানি এবং যেকোনো সামরিক পদক্ষেপ প্রতিহত করবে।’
লুকাশেঙ্কো সেনা সংখ্যা বাড়ানোকে ‘প্রতিরোধমূলক পদক্ষেপ’ বলে অভিহিত করেন। তিনি বলেন, এসব সেনা ‘দেশে (ইউক্রেনীয়) বিদ্রোহী এবং অস্ত্রের অনুপ্রবেশ রোধ করবে।’
ইউক্রেন সংকটে রাশিয়াকে সমর্থন দেওয়ায় পশ্চিমা দেশগুলো বেলারুশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। বেলারুশ তাদের নিজস্ব বাহিনী দিয়ে রাশিয়ার সৈন্যদের সহায়তা করেছে।