যুদ্ধ বন্ধে রাশিয়াকে চাপ দিতে উন্নয়নশীল দেশগুলোর প্রতি আহ্বান জেলেনস্কির

রাশিয়াকে যুদ্ধ বন্ধ করার জন্য চাপ দিতে গ্লোবাল সাউথ বা উন্নয়নশীল দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
শনিবার (২৩ আগস্ট) দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার সঙ্গে আলোচনার পর একটি সোশ্যাল মিডিয়া পোস্টে জেলেনস্কি বলেন, এই সংঘাত অবশ্যই বন্ধ করতে হবে। হত্যাকাণ্ড ও ধ্বংস বন্ধ করতে হবে। খবর আলজাজিরার।
জেলেনস্কি আরও বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যেকোনো ধরনের বৈঠকে তিনি প্রস্তুত। তবে তিনি অভিযোগ করেন, মস্কো সবকিছুকে আরও বিলম্বিত করার চেষ্টা করছে। এ কারণে তিনি গ্লোবাল সাউথকে প্রাসঙ্গিক সংকেত পাঠানোর ও রাশিয়াকে শান্তির দিকে ঠেলে দেওয়ার আহ্বান জানান।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে মস্কোর ওপর চাপ সৃষ্টির যে নতুন কূটনৈতিক প্রচেষ্টা শুরু হয়েছিল, তা বর্তমানে স্থবির হয়ে পড়েছে বলে মনে হচ্ছে।
গত শুক্রবার (১৫ আগস্ট) আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠকের পর ট্রাম্পও হতাশা প্রকাশ করে বলেছেন, কোনো অগ্রগতি না হলে আগামী দুই সপ্তাহের মধ্যে তিনি রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের কথা বিবেচনা করবেন।
ট্রাম্প ইউক্রেন ও রাশিয়ার মধ্যে একটি শীর্ষ সম্মেলন আয়োজনের চেষ্টা করছেন। তবে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, বর্তমানে এই ধরনের কোনো বৈঠকের পরিকল্পনা নেই।
ল্যাভরভ জানান, পুতিন তখনই জেলেনস্কির সঙ্গে দেখা করতে প্রস্তুত, যখন বৈঠকের জন্য একটি উপযুক্ত কার্যসূচি বা এজেন্ডা থাকবে, যা এখনো তৈরি হয়নি।

কূটনৈতিক সমাধানের জন্য চাপ থাকা সত্ত্বেও যুদ্ধক্ষেত্রে লড়াই তীব্র হচ্ছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বাহিনী পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের দুটি গ্রাম, স্রেডনে ও ক্লেবান-বাইক দখল করেছে। এর ফলে ক্রামাটোরস্কের দিকে আরও অগ্রগতি হবে, যা ইউক্রেনের একটি গুরুত্বপূর্ণ রসদ ঘাঁটি।