একদিনের জন্য মুখ্যমন্ত্রীর চেয়ারে ভারতের উত্তরাখন্ডের তরুণী
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/01/24/india-girl.jpg)
ভারতের কন্যাশিশু দিবস উপলক্ষে উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তরাখন্ডে এক ছাত্রীকে ২৪ ঘণ্টার জন্য মুখ্যমন্ত্রীর পদে বসানো হয়েছে। রাজ্যের দেরাদুনে আজ রোববার শিশুদের একটি অ্যাসেম্বলিতে মুখ্যমন্ত্রী হিসেবে সভাপতিত্ব করবেন কৃষিবিজ্ঞানে স্নাতক পর্যায়ে অধ্যয়নরত সৃষ্টি গোস্বামী। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ খবর জানিয়েছে।
এদিন উত্তরাখন্ডের গ্রীষ্মকালীন রাজধানী গয়েরসাইন থেকে প্রশাসনের কাজকর্মের ওপর নজর রাখবেন সৃষ্টি। ত্রিবেন্দ্র সিংহ রাওয়াত সরকার পরিচালিত বিভিন্ন কেন্দ্রীয় সরকারি প্রকল্প কতটা রূপায়ণ হয়েছে, কতদূর কাজ এগিয়েছে, তা খতিয়ে দেখে মূল্যায়ণ করবেন তিনি। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ‘অটল আয়ুষ্মান প্রকল্প’, ‘স্মার্ট সিটি প্রজেক্ট’, রাজ্য সরকারের পর্যটন দফতরের হোমস্টে স্কিম ও আরো নানা উন্নয়নমূলক কার্যক্রম।
রাজ্যের হরিদ্বারের দৌলতপুর গ্রামের বাসিন্দা সৃষ্টি গোস্বামী। ২০১৮ সালে শিশু অ্যাসেম্বলিতে আইনপ্রণেতা নিযুক্ত হন সৃষ্টি। পরে ২০১৯ সালে গার্লস ইন্টারন্যাশনাল লিডারশিপ সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ড যান তিনি।
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/01/24/untitled-1_3.jpg)
সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সৃষ্টি বলেন, ‘আমার এখনো বিশ্বাস হচ্ছে না এটা সত্যি। আমি খুবই খুশি। তবে এর পাশাপাশি জনকল্যাণমূলক কাজে যুব সমাজও প্রশাসনের অঙ্গ হয়ে দুর্দান্ত কাজ করতে পারে, তা প্রমাণ করতে আমি নিজের সেরাটা দিতে প্রস্তুত।’
একদিনের মুখ্যমন্ত্রী ওই শিক্ষার্থীর বাবা প্রবীণ পুরি টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ‘সৃষ্টি অত্যন্ত মেধাবী মেয়ে। সে সর্বত্র নারী শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠার পক্ষে কাজ করতে চায়।’