এবার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা ডেলের
প্রযুক্তি প্রতিষ্ঠানে কর্মী ছাঁটাই যেন থামছেই না। টুইটার, মাইক্রোসফট, গুগল, অ্যামাজন ও আইবিএমের পরে যুক্তরাষ্ট্র ভিত্তিক তথ্যপ্রযুক্তি করপোরেশন ডেল ইনকরপোরেটেড কর্মী ছাঁটাইয়ের কথা জানিয়েছে। তারা ছাঁটাই করবে ছয় হাজার ৬৫০ জন কর্মীকে। খবর রয়টার্সের।
প্রতিবেদনে লন্ডন ভিত্তিক সংবাদ সংস্থাটি জানায়, ডেল টেকনোলজিস ইনকর্পোরেটেড ছয় হাজার ৬৫০ কর্মী ছাঁটাই করবে। এই সংখ্যা তাদের মোট কর্মীর পাঁচ শতাংশ। মূল্যস্ফীতি ও ব্যক্তিগত কম্পিউটারের বিক্রি কমে যাওয়ায় সোমবার তারা এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।
ব্যয় কমানোর জন্য ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে ডেল কর্তৃপক্ষ। নিয়োগ ও ভ্রমণ বন্ধসহ বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে তারা। তবে, এতেও তাদের আয় বাড়ছে না। করোনা মহামারির পর থেকে তাদের বিক্রি কমেছে ও আয় ঠেকেছে অর্ধেকে।
ডেল ইনকরপোরেটেডের প্রধান অপারেটিং অফিসার জেফ ক্লার্ক কর্মীদের উদ্দেশে দেওয়া এক মেমোতে লেখেন, ‘আগের পদক্ষেপগুলো ব্যয় কমাতে যথেষ্ট নয়। আমরা জানি, বাজারের অবস্থা। এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে যাচ্ছি আমরা।’
ওই মেমোতে ক্লার্ক আরও লেখেন, ‘ব্যয় কমাতে ডেল কর্তৃপক্ষ চলতি বছরের চতুর্থ ত্রৈমাসিকে কর্মী ছাঁটাইয়ের কথা চিন্তা করছে।’
এদিকে, ডেলের প্রতিদ্বন্দ্বী এইচপিও ছয় হাজার কর্মী ছাঁটাইয়ের কথা জানিয়েছে। মার্কিন গবেষণা সংস্থা আইডিসির অনুমান, চলতি বছরে পিসি ও ট্যাবলয়েট বিক্রি দুই দশমিক ছয় শতাংশ পর্যন্ত কমবে।
রয়টার্স বলছে, ২০২২ সালের ২৮ জানুয়ারি পর্যন্ত ডেলের কর্মী ছিল এক লাখ ৩৩ হাজার। এর এক তৃতীয়াংশ যুক্তরাষ্ট্র ভিত্তিক কর্মী।