এবার হোয়াইট হাউসে হামলার হুমকি দিলেন ইরানি এমপি

ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন বিমান হামলায় ইরানি কমান্ডার কাসেম সোলেইমানি নিহত হওয়ার পর মধ্যপ্রাচ্যজুড়ে ভয়াবহ উত্তেজনা তৈরি হয়েছে। পরস্পরের বিরুদ্ধে হামলা ও পাল্টা হামলার অব্যাহত হুমকি দিয়ে চলেছে তেহরান ও ওয়াশিংটন।
সেই ধারাবাহিকতায় এবার হোয়াইট হাউসে হামলার হুমকি দিয়েছেন এক ইরানি এমপি। আবুল ফজল আবুতোরাবি নামের ওই এমপি বলেন, ‘হোয়াইট হাউসে হামলা চালাতে পারে ইরান।’
মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, রোববার ইরানের ওই এমপি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রের মাটিতেই জেনারেল কাসেম সোলেইমানির হত্যার প্রতিশোধ নিতে পারে ইরান। তিনি বলেন, ‘আমরা হোয়াইট হাউসেও হামলা চালাতে পারি। আমরা যুক্তরাষ্ট্রের মাটিতে তাদের যোগ্য জবাব দিতে পারি। আমাদের সেই ক্ষমতা আছে, আল্লাহ চাইলে আমরা সময় মতো এর জবাব দেব।’
ওই এমপি আরো বলেন, ‘এটা যুদ্ধের ঘোষণা। যদি আপনি দ্বিধান্বিত হন তবে আপনি হেরে যাবেন।’