করোনাকে ‘বিপর্যয়’ ঘোষণা ভারতে, মৃত্যুতে ক্ষতিপূরণ ৪ লাখ

ভারতে করোনাভাইরাসের প্রভাবকে ‘বিপর্যয়’ বলে ঘোষণা করেছে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। করোনাভাইরাসে (কেভিড-১৯) কারো মৃত্যু হলে তার পরিবারকে আর্থিক সাহায্য করবে সরকার।
আজ শনিবার ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই ঘোষণা দিয়ে জানানো হয়েছে, করোনাভাইরাসের সংক্রামণে কেউ মারা গেলে, তাঁর পরিবারকে চার লাখ রুপি আর্থিক সাহায্য দেওয়া হবে।
ভারতে এখন পর্যন্ত করোনাভাইরাসে ৮৫ জন সংক্রামিত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে দুজনের।
ভারতের কেন্দ্রীয় সরকার গতকাল শুক্রবারই মাস্ক এবং স্যানিটাইজারকে ‘অত্যাবশ্যকীয়’ সামগ্রী হিসেবে ঘোষণা করেছে। দেশের সব প্রান্তে প্রয়োজনমতো মাস্ক এবং স্যানিটাইজার সরবরাহের নির্দেশ দেওয়া হয়েছে। এই দুটি জিনিসে কোনোরকম কালোবাজারি বরদাস্ত করা হবে না। দাম বৃদ্ধি করা হলে বা কালোবাজারি করা হয়ে সাত বছর পর্যন্ত কারাদণ্ড হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে।
এরইমধ্যে করোনাভাইরাসের সংক্রমণ রুখতে ভারতের একাধিক রাজ্য প্রায় ‘অচল’ হয়ে গিয়েছে। কর্নাটক, পাঞ্জাব, দিল্লি, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, জম্মু ও কাশ্মীর, হরিয়ানা, গোয়া, উত্তর প্রদেশে স্কুল-কলেজ, শপিং মল বন্ধ রাখার নির্দেশ জারি করা হয়েছে। ৩১ মার্চ পর্যন্ত স্কুল-কলেজ বন্ধ রাখার নির্দেশ জারি হয়েছে বেশিরভাগ রাজ্যেই।