করোনাভাইরাসে আক্রান্ত স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রী

এবার করোনাভাইরাসে আক্রান্ত হলেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের স্ত্রী বেগোনা গোমেজ। শনিবার স্পেন সরকারের এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। আক্রান্তদের মধ্যে রয়েছেন অনেক রাজনৈতিক নেতা। মন্ত্রীও রয়েছেন সেই তালিকায়।
বিবৃতির বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, স্পেনের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন মনক্লোয়ায় পেদ্রো সানচেজের স্ত্রী বেগোনা গোমেজের স্বাস্থ্য পরীক্ষা করা হলে তাঁর শরীরে করোনাভাইরাস ধরা পড়ে।
এদিকে করোনাভাইরাসের বিস্তার রোধ করতে জরুরি অবস্থা ঘোষণা করেছে স্পেন সরকার। ইউরোপের দেশগুলোর মধ্যে ইতালির পর স্পেনে এ ভাইরাসের প্রাদুর্ভাব মারাত্মক আকার ধারণ করছে।
গতকাল শনিবার থেকে গোটা স্পেনে ১৫ দিনের জন্য জরুরি অবস্থা জারি করা হয়েছে। ফলে দেশটির চার কোটি ৭০ লাখ মানুষকে বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে। খাবার, ওষুধ ও জরুরি জিনিসপত্র কেনা ছাড়া কোনো কারণে বাইরে যাওয়া যাবে না। খাদ্য ও ওষুধ ছাড়া অন্য কোনো দোকানপাটও খোলা রাখা নিষেধ।
স্পেনে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা একদিনে এক হাজার ৫০০ জন বেড়েছে। এতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ৩৯১ জনে। আর মারা গেছে ১৯৬ জন।
গত শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, ইউরোপ এখন মহামারির কেন্দ্রস্থলে রূপ নিয়েছে। সংস্থাটির মহাপরিচালক ডা. টেড্রস আধানম বিভিন্ন দেশকে আহ্বান জানান, তারা যেন জীবন বাঁচাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। বেশ কয়েকটি ইউরোপীয় দেশ সাম্প্রতিক দিনগুলোতে সংক্রমণ এবং মৃত্যুর হার দ্রুত বৃদ্ধি পাওয়ার কথা জানিয়েছে।
বিশ্বব্যাপী এই ভাইরাসে মৃতের সংখ্যা সাড়ে পাঁচ হাজার পেরিয়ে গেছে। আক্রান্তের সংখ্যাও দেড় লাখ ছাড়িয়েছে। তবে করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনে এই ভাইরাসের প্রকোপ কমে এলেও ইউরোপে প্রতিদিন প্রাণহানির সংখ্যা বেড়েই চলেছে।