করোনার মধ্যেই ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা আরোপ

প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে এখন সারা বিশ্বেই আতঙ্ক বিরাজ করছে। আর এমন পরিস্থিতিতেই ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।
মার্কিন প্রশাসন এবার ইরানের তিনটি পেট্রোক্যামিকেল উৎপাদনকারী প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করেছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর বক্তব্যের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে ইরানি বার্তা সংস্থা পার্সটুডে।
তেহরানের ওপর মার্কিন প্রশাসনের সর্বোচ্চ চাপ প্রয়োগ নীতির অংশ হিসেবে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থাটি।
এ বিষয়ে মঙ্গলবার (১৭ মার্চ) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেন, পেট্রোক্যামিকেল খাতে মাত্রাতিরিক্ত পরিমাণ লেনদেনে জড়িত থাকায় ইরানের তিনটি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। তবে মার্কিন প্রশাসন এ মুহূর্তে এসব প্রতিষ্ঠানের নাম প্রকাশ করতে ইচ্ছুক নয়।
এ দিকে পরমাণু কর্মসূচিতে সহযোগিতার জন্য ইরানের পাঁচজন পরমাণু বিজ্ঞানী ও কয়েকটি প্রতিষ্ঠানের ওপর শিগগিরই নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়।