করোনা আতঙ্কে ভারতে বন্ধ তাজমহলসহ সব বিখ্যাত স্মৃতিসৌধ

ভারতজুড়ে ধীরে ধীরে ভয়াবহ হয়ে উঠছে করোনার সংক্রমণ। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত ও আক্রান্তের সংখ্যা। এই ভাইরাসের জেরে কার্যত অচল হয়ে পড়েছে দেশটি। এমন অবস্থায়, করোনা প্রতিরোধে আগামী ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে ভারতের অন্যতম দর্শনীয় স্থান তাজমহল, জাদুঘর, লালকেল্লাসহ, কুতুব মিনারসহ সব বিখ্যাত স্মৃতিসৌধ।
পৃথিবীর অন্যতম স্মৃতিসৌধ তাজমহল দেখতে প্রতিদিন হাজার হাজার মানুষ ভিড় জমায়। কিন্তু বৈশ্বিক মহামারি করোনার প্রাদুর্ভাব ক্রমেই ব্যাপক আকার ধারণ করছে ভারতে। এরই প্রভাবে ইতিহাসে তৃতীয়বারের জন্য বন্ধ হলো তাজমহল। এর আগে পাকিস্তানের সঙ্গে ১৯৭১ সালে যুদ্ধের সময় এক সপ্তাহের জন্য বন্ধ হয়েছিল তাজমহল। তারপর ১৯৭৮ সালে বন্যার সময় বেশ কিছুদিনের জন্য বন্ধ ছিল তাজমহল। এবার করোনার প্রকোপে আগামী ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে ভারতের অন্যতম বিখ্যাত এই স্মৃতিসৌধ।
ভারতের পর্যটনমন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল গতকাল সোমবার এক টুইটবার্তায় জানান, করোনার বর্তমান ভয়াবহতার কথা মাথায় রেখে আগামী ৩১ মার্চ পর্যন্ত সব ঐতিহাসিক সৌধ ও জাদুঘর বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এ তালিকায় রয়েছে লালকেল্লা, কুতুব মিনার এবং দিল্লি থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে অবস্থিত আগ্রার ফতেপুর সিকরিসহ অন্যান্য স্থাপনা।
অন্যদিকে, আজ মঙ্গলবার সাঁইবাবা ট্রাস্ট জানিয়েছে, করোনার প্রাদুর্ভাব এড়াতে পরবর্তী নির্দেশের আগপর্যন্ত আজ থেকে বন্ধ থাকবে শিরডি। অজন্তা ও ইলোরা গুহা এবং মুম্বাইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরের মতো একাধিক ধর্মীয় স্থানগুলোও বন্ধ রয়েছে। ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৯ জনে। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন তিনজন।