করোনা রোগীর মৃত্যুর দায়ে হাসপাতাল পরিচালকের কারাদণ্ড
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/12/05/2948611-426593764.jpeg)
চিকিৎসাধীন অবস্থায় অক্সিজেনের অভাবে ১০ করোনা রোগীর মৃত্যুর দায়ে সরকারি এক হাসপাতালের পরিচালককে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ছবি : সংগৃহীত
চিকিৎসাধীন অবস্থায় অক্সিজেনের অভাবে ১০ করোনা রোগীর মৃত্যুর দায়ে সরকারি এক হাসপাতালের পরিচালককে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। জর্ডানের একটি আদালত আজ রোববার এ আদেশ দেন। খবর এএফপি ও আরব নিউজের।
পরিচালকের নাম আবদেল রাজাক আল-খাসম্যান। তাঁর সঙ্গে চার সহযোগীকে এ দণ্ড দেওয়া হয়। হাসপাতালটি রাজধানী আম্মান থেকে ১৪ মাইল পশ্চিমে সল্ট শহরে অবস্থিত। সরকারি এই হাসপাতালটির নাম আল হোসেন আল সল্ট নিউ হসপিটাল।
দণ্ডিত ব্যক্তিরা আপিল করতে চাইলে ১০ দিনের মধ্যে করতে হবে।
![](http://103.16.74.218/sites/default/files/styles/infograph/public/images/2021/12/05/capture_5.jpg 628w)
গত মার্চে এই মর্মান্তিক ঘটনার পর দেশজুড়ে ব্যাপক ক্ষোভ তৈরি হয়। এর পরিপ্রেক্ষিতে তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী নাজির ওবেদাত পদত্যাগ করেছিলেন।
ওই ঘটনার পর বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ হাসপাতালটি পরিদর্শন করেছিলেন। সে সময় হাজারো মানুষ হাসপাতালে বাইরে জড়ো হয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন।