করোনা সন্দেহভাজনের কথা প্রশাসনকে জানিয়ে চাকরিচ্যুত

এক অনাবাসী (প্রবাসী) ভারতীয়র করোনাভাইরাস হয়েছে, এমন সন্দেহের কথা প্রশাসনকে জানানোয় চাকরি হারাতে হয়েছে ভারতের কেরালা রাজ্যের এক চিকিৎসককে। সম্প্রতি কেরালার একটি বেসরকারি ক্লিনিকের বিরুদ্ধে এমনই অভিযোগ করেছেন ডা. শিনু শ্যামলন। গোটা ভারতের মধ্যে এখন পর্যন্ত কেরালাতেই সবচেয়ে বেশি করোনায় আক্রান্ত রোগী পাওয়া গেছে।
ডা. শিনু শ্যামলন জানান, তিনি যে বেসরকারি ক্লিনিকে কাজ করতেন, কয়েক দিন আগে সেখানে চিকিৎসা নিতে আসেন এক ব্যক্তি। সর্দি, কাশি ও জ্বর নিয়ে আসা ওই ব্যক্তি সম্প্রতি কাতার থেকে ভারতে ফিরেছেন বলে তাঁকে প্রশ্ন করে জানতে পারেন ডা. শিনু। ওই ব্যক্তি বিদেশ থেকে ফেরার কথা রাজ্যের স্বাস্থ্য মন্ত্রণালয়ে জানানো হয়েছে কি না, তা জিজ্ঞেস করেন তিনি। জবাবে ওই ব্যক্তি জানান, তিনি প্রবাসী ভারতীয়, শিগগিরই আবার কাতার ফিরে যাবেন। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ খবর জানিয়েছে।
এরপর ওই ব্যক্তির বিষয়টি পুলিশকে জানান ডা. শিনু শ্যামলন। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমেও সবাইকে সতর্ক করার চেষ্টা করেন তিনি। এ অপরাধেই ক্লিনিক কর্তৃপক্ষ শিনুকে চাকরি থেকে বরখাস্ত করে বলে অভিযোগ।
প্রশাসন সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, কেরালার ত্রিশূরের জেলা প্রশাসকের কাছে ডা. শিনু শ্যামলনের বিরুদ্ধে অভিযোগ করেছেন জেলা মেডিকেল অফিসার। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ার মাধ্যমে মেডিকেল অফিসারদের মানহানি হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এদিকে ওই রোগীর কাতার ফিরে যাওয়া আটকানোর চেষ্টা চলছে বলে জেলা প্রশাসককে জানিয়েছেন জেলা স্বাস্থ্য কর্মকর্তা।