কাবুলে হামলাকারীদের খুঁজে বের করে শাস্তি দেওয়া হবে : বাইডেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গতকাল বৃহস্পতিবার কাবুল বিমানবন্দরের বাইরে হামলার পেছনে দায়ীদের খুঁজে বের করে প্রতিশোধ নেওয়া হবে বলে অঙ্গীকার ব্যক্ত করেছেন। সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা এ খবর জানিয়েছে।
আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে আত্মঘাতী বোমা হামলায় অনেক মানুষ হতাহত হয়েছে বলে জানা যাচ্ছে। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) বরাত দিয়ে সংবাদমাধ্যম ইউএস নিউজ বলছে, বিস্ফোরণে অন্তত ১৩ মার্কিন সেনা এবং অন্তত ৬০ ব্যক্তি প্রাণ হারিয়েছে। আহত হয়েছে কমপক্ষে ১৪০। হামলার সময় কাবুল বিমানবন্দরে হাজার হাজার মানুষ দেশ ছাড়ার জন্য অপেক্ষা করছিল। পরে ইসলামিক স্টেট তাদের বার্তা সংস্থার টেলিগ্রাম চ্যানেলে হামলার দায় স্বীকার করে।
কাবুলে হামলার পর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হামলার সঙ্গে জড়িত ইসলামিক স্টেটের সদস্যদের খুঁজে বের করে শাস্তির মুখোমুখি করা হবে বলে অঙ্গীকার ব্যক্ত করেন।
বাইডেন বলেন, ‘যারা এই হামলা করেছে এবং যারা যুক্তরাষ্ট্রের ক্ষতি করতে চায়, তার জানে—আমরা (কাউকে) ক্ষমা করব না। আমরা তোমাদের খুঁজে বের করব এবং তোমাদের প্রাপ্য শাস্তি পেতে হবে।’

হামলাকারীরা গতকাল হামিদ কারজাই বিমানবন্দরসংলগ্ন দুটি স্থানে আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটায়। স্থান দুটি হলো—অ্যাবে গেট এবং পার্শ্ববর্তী হোটেলের বাইরে। ওই হামলায় অন্তত ৬০ জন আফগান এবং যুক্তরাষ্ট্রের ১৩ জন সেনাসদস্য মারা গেছেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্র ও আফগানিস্তানের কর্মকর্তারা। বার্তা সংস্থা রয়টার্স বলছে, হামলায় অন্তত ১৪০ জন আফগান নাগরিক আহত হয়েছে।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ডের প্রধান জেনারেল ফ্র্যাঙ্ক ম্যাকেঞ্জি পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে জানান, বিস্ফোরণের পরপরই শুরু হয় গুলিবর্ষণ।
এদিকে, জাতিসংঘ ও ন্যাটো কাবুলে হামলার নিন্দা জানিয়েছে। নিন্দা জানিয়েছেন তালেবান মুখপাত্র জাবিনুল্লাহ মুজাহিদও।
মার্কিন প্রেসিডেন্ট বাইডেন তাঁর বক্তব্যে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সেনাসদস্য, মিত্র ও আফগান নাগরিকদের সরিয়ে নেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং বলেন, দোষীদের খুঁজে বের করা হবে।