গাজায় ইসরায়েলি হামলায় ১৫ শিশু, চার নারীসহ নিহত ৪৪
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/08/08/palestine.jpg)
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বোমা হামলায় এখন পর্যন্ত ১৫ শিশু ও চার নারীসহ ৪৪ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন তিন শতাধিক ফিলিস্তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
মিসরের মধ্যস্থতায় ইসরায়েল ও ইসলামিক জিহাদের সম্মতিতে গাজার স্থানীয় সময় রোববার রাত সাড়ে ১১টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে, শেষ মুহূর্ত পর্যন্ত উভয়পক্ষ হামলা অব্যাহত রাখে।
শুক্রবার থেকে শুরু হওয়া এবারের হামলায় ছয় শতাধিক বাড়িঘর বিধ্বস্ত হয়। অন্যদিকে, পালটা রকেট নিক্ষেপ করে জবাব দেওয়ার চেষ্টা করে ফিলিস্তিনের ইসলামিক জিহাদ। এতে তিন ইসরায়েলি গুরুতর আহত হয়েছেন। আরও ৩১ জন সামান্য আহত হয়েছেন।
এদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী ইয়ায়ির লাপিদ বলেছেন, ‘যত দিন প্রয়োজন হবে তত দিন পর্যন্ত অভিযান চালাবে ইসরায়েল।’
![](http://103.16.74.218/sites/default/files/styles/very_big_1/public/images/2022/08/08/palestine-insert.jpg)
২০২১ সালের মে মাসে ইসরায়েলের ১১ দিনের টানা হামলার পর গত শুক্রবার আবার বিমান হামলা চালু করে ইসরায়েল। গত বছরের হামলায় দুই শতাধিক ফিলিস্তিনি নিহত হয়।