গ্রেপ্তার চার মন্ত্রীকে মুক্তির নির্দেশ সুদানের সেনাপ্রধানের
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/11/05/sudaan.jpg)
সুদানে সেনা অভ্যুত্থানের সময় গ্রেপ্তার করা চার মন্ত্রীকে মুক্তি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান এ নির্দেশ দেন। সুদানের রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার।
সুদানের সম্প্রচার মাধ্যম জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ওই চার মন্ত্রী হলেন—টেলিযোগাযোগমন্ত্রী হাসেম হাসাব আলরাসউল, বাণিজ্যমন্ত্রী আলী গেদ্দো, তথ্যমন্ত্রী হামজা বালুল এবং যুব ও ক্রীড়ামন্ত্রী ইউসুফ আদম।
দেশটির সেনাপ্রধানের তরফ থেকে এমন সময় এ ঘোষণা এলো যখন দেশটিতে রাজনৈতিক সংকট থেকে উত্তরণের জন্য সমস্যা সমাধানের চেষ্টা চালাচ্ছে জাতিসংঘ।
গত সপ্তাহে দেশটির সেনাপ্রধান আল-বুরহান বলেন, তিনি নতুন সরকার গঠন করতে যাচ্ছেন, টেকনোক্র্যাট মন্ত্রীদের নিয়ে এবং প্রধানমন্ত্রী আবদাল্লাহ হামদুক এর নেতৃত্ব দেবেন। পরে হামদুকের কার্যালয় থেকে বিষয়টি প্রত্যাখ্যান করা হয়।
![](http://103.16.74.218/sites/default/files/styles/infograph/public/images/2021/11/05/sudaancapture.jpg 687w)
এদিকে, সেনা অভ্যুত্থানের জেরে সুদানে বিক্ষোভ এখনও অব্যাহত রয়েছে। টানা কয়েক দিন ধরে সহিংসতায় দেশটিতে এ পর্যন্ত ১১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
২৫ অক্টোবর দেশটির শীর্ষ রাজনৈতিক নেতাদের বন্দি করে ক্ষমতা দখল করেন জেনারেল ফাত্তাহ আল-বুরহাম। প্রধানমন্ত্রী আবদাল্লাহ হামদুককে বন্দি ও বেশ কয়েকজন মন্ত্রীকে গ্রেপ্তারের পাশাপাশি দেশব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করেন তিনি।
এ ঘটনার পরপরই সামরিক অভ্যুত্থানের প্রতিবাদে রাস্তায় নামেন সুদানের হাজার হাজার মানুষ। নিন্দার ঝড় ওঠে আন্তর্জাতিক অঙ্গনেও। সুদানে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় এরই মধ্যে সরব হয়েছে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ ও সংস্থা।