সুদানে যুদ্ধ অবসানে কূটনৈতিক তৎপরতা জোরদার করবে যুক্তরাষ্ট্র

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, তার দেশ সুদানে যুদ্ধের অবসান ঘটাতে চায়। খার্তুমসহ সুদানের বিভিন্নস্থানে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ায় যুক্তরাষ্ট্র কূটনৈতিকভাবে পদক্ষেপ নেওয়ার আশা করছে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) মার্কো রুবিও জানান, তিনি সুদানের পরিস্থিতি সম্পর্কে অবগত এবং সাম্প্রতিক দিনগুলোতে কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো ও ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদসহ আন্তর্জাতিক নেতাদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছেন।
ক্যারিবিয়ান সফর শেষে মিয়ামিতে নিজের বাড়িতে ফেরার পথে সাংবাদিকদের রুবিও বলেন, ‘আমরা খুবই উদ্বিগ্ন যে, এক দশক বা তারও কম সময়ের মধ্যে আমরা আবার সেই আগের জায়গায় ফিরে যাচ্ছি। আমরা এটা দেখতে চাই না। তাই আমরা আমাদের অংশীদারদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি, তাদের করণীয় সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করছি।’
রুবিওর পূর্বসূরি অ্যান্টনি ব্লিঙ্কেনও সুদানের যুদ্ধ অবসানের জন্য ব্যাপক কূটনৈতিক প্রচেষ্টা চালিয়েছিলেন। প্রায় দুই বছর আগে সুদানের সেনাপ্রধান ও একটি শক্তিশালী আধাসামরিক ইউনিটের মধ্যে এই সংঘাত শুরু হয়েছিল। ব্লিঙ্কেনের নেতৃত্বে একজন বিশেষ দূত যুদ্ধের অবসানের লক্ষ্যে আলোচনা শুরু করেছিলেন। কিন্তু ব্লিঙ্কেন শেষ পর্যন্ত এ প্রচেষ্টায় ব্যর্থ হন।তিনি উভয় পক্ষকে নৃশংসতা চালানোর জন্য অভিযুক্ত করেছিলেন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্য সুদানের চলমান সংকট নিরসনে যুক্তরাষ্ট্রের নতুন কূটনৈতিক প্রচেষ্টার ইঙ্গিত দিচ্ছে।