পোর্ট সুদানে টানা তৃতীয় দিনের মতো হামলা, বন্ধ বিমানবন্দর

টানা তৃতীয় দিনের মতো বিস্ফোরণের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সুদানের লোহিত সাগরের উপকূলবর্তী শহর পোর্ট সুদান। এই শহরটি দেশটির সামরিক নেতৃত্বাধীন সরকারের রাজধানী হিসেবে পরিচিত। আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) ড্রোন হামলা চালাচ্ছে বলে জানা গেছে। খবর বিবিসির।
প্রতিবেদনে বলা হয়, পোর্ট সুদান শহরটি গৃহযুদ্ধ কবলিত দেশটির নিরাপদ আশ্রয়স্থল হিসেবে পরিচিত ছিল। গত দুই বছরে গৃহযুদ্ধ চলমান বিভিন্ন অঞ্চল থেকে পালিয়ে আসা হাজার হাজার মানুষ এই শহরে আশ্রয় নিয়েছে। তবে স্থানীয় সময় আজ মঙ্গলবার (৬ মে) ভোরে শহরের আকাশ ঘন কালো ধোঁয়ায় ছেয়ে যায়।
বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ড্রোন হামলায় শহরের একমাত্র চালু থাকা আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ হয়ে গেছে। এছাড়া দেশটির রাষ্ট্রপতি ভবনের কাছে অবস্থিত একটি হোটেল ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, একটি ড্রোন পোর্ট সুদান বিমানবন্দরের বেসামরিক অংশে এবং অন্যটি শহরের কেন্দ্রে অবস্থিত প্রধান সেনা ঘাঁটিতে আঘাত হানে। এছাড়া ঘনবসতিপূর্ণ শহরের কেন্দ্রে দক্ষিণ বন্দরের কাছে একটি জ্বালানি ডিপোও ড্রোন হামলার শিকার হয়েছে।
সামরিক বাহিনী এই ড্রোন হামলার জন্য আধাসামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেসকে (আরএসএফ) দায়ী করেছে। গত রোববার থেকে এই হামলা শুরু হয়েছে। তবে আরএসএফ এখনও পর্যন্ত এই হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি।
রোববারের আগ পর্যন্ত পোর্ট সুদান বোমা হামলা থেকে মুক্ত ছিল ও যুদ্ধবিধ্বস্ত সুদানের অন্যতম নিরাপদ স্থান হিসেবে বিবেচিত হত। খার্তুমসহ দেশটির নিয়ন্ত্রণ হারানো অঞ্চল পুনরুদ্ধারের জন্য আরএসএফ ক্রমশ ড্রোন হামলার ওপর নির্ভর করছে। গত মার্চ মাসে সেনাবাহিনী খার্তুম পুনরুদ্ধার করে।
সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে দুই বছরের লড়াইয়ে হাজার হাজার মানুষ নিহত হয়েছে। লাখ লাখ মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।