চীনে ডেলটা সংক্রমণ ঠেকানোর ব্যর্থতায় ৪৭ কর্মকর্তার শাস্তি

নভেল করোনাভাইরাসের ডেলটা ভ্যারিয়্যান্টের সংক্রমণ ঠেকাতে ব্যর্থ হওয়ায় ৪৭ কর্মকর্তাকে শাস্তির আওতায় এনেছে চীন।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে গতকাল মঙ্গলবার বলা হয়—প্রথমে চীনের পূর্বাঞ্চলীয় নানজিং শহরে ডেলটা ধরন শনাক্ত হয়। এরপর দেশটির ৩১টি প্রদেশের অর্ধেক এলাকায় ভাইরাসটি ছড়িয়ে পড়ে।
চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের দৈনিক প্রতিবেদন অনুযায়ী, গত তিন সপ্তাহে এক হাজারেরও বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে।
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে সিএনএন জানায়, শাস্তিপ্রাপ্তদের মধ্যে স্থানীয় সরকারের প্রধান, স্বাস্থ্য কমিশনার, হাসপাতাল ও বিমানবন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন। দায়িত্বে অবহেলার অভিযোগে তাঁদের শাস্তি দেওয়া হয়েছে।

চীনের কমিউনিস্ট পার্টির সেন্ট্রাল কমিশন ফর ডিসিপ্লিন ইন্সপেকশনের (সিসিডিআই) বিবৃতি অনুযায়ী, জিয়াংসু প্রদেশের রাজধানী নানজিংয়ের ১৫ কর্মকর্তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। নানজিং লুকো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের মাধ্যমে ভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে ব্যর্থ হওয়ায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
নানজিং লুকো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকেই পুনরায় চীনে ভাইরাস ছড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে। করোনাভাইরাসের রুটিন পরীক্ষা করার সময় গত ২০ জুলাই বিমানবন্দরের ৯ জন পরিচ্ছন্নতাকর্মীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।
এর আগে ১০ জুলাই রাশিয়া থেকে আসা একটি ফ্লাইটের মাধ্যমে ভাইরাস ছড়াতে পারে বলে মনে করছে কর্তৃপক্ষ।
এ বিষয়ে বিমানবন্দরের তিন জন কর্মকর্তার বিরুদ্ধে প্রাদেশিক কর্তৃপক্ষ তদন্ত করছে। এদের মধ্যে দুজনকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে।
এ ছাড়া হেনান প্রদেশের সবচেয়ে প্রসিদ্ধ পর্যটন কেন্দ্র ঝাংজিয়াজি শহরে ১৮ কর্মকর্তাকে শাস্তির আওতায় আনা হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।