ঝুঁকির মধ্যে ইতালির জোট সরকার
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/07/13/italy-thum_1.jpg)
ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘির জোট সরকার ঝুঁকির মধ্যে রয়েছে। দেশটির রাজনৈতিক দল ‘ফাইভ স্টার মুভমেন্ট’ তাদের জোট প্রত্যাহার করে নিলে সরকার টিকিয়ে রাখা ঝুঁকিতে পড়বে বলে মনে করা হচ্ছে। এতে আগাম নির্বাচনের সম্ভাবনা তৈরি হবে। যদিও ফাইভ স্টার নিজেদের প্রত্যাহার করে নিলে প্রধানমন্ত্রী হিসেবে কাজ করতে চান না বলে জানিয়েছেন দ্রাঘি। খবর রয়টার্স।
রয়টার্সের প্রতিবেদন থেকে জানা গেছে, বৃহস্পতিবার আস্থা ভোটের আগে একাধিক নীতি দাবি করে সাবেক প্রধানমন্ত্রী জোসেফ কন্টির নেতৃত্বে ফাইভ স্টারের জ্যেষ্ঠ নেতারা জোটে থাকবেন কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে বুধবার বৈঠক করছেন।
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/07/13/italy-in_1.jpg)
ইতালিতে ২০২৩ সালের প্রথম দিকে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। এর আগেই গত ১৮ মাস ধরে দ্রাঘির নেতৃত্বাধীন জোটের সদস্যদের মধ্যে উত্তেজনা বাড়ছে।
রোমে এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় ডানপন্থী লীগের প্রধান মাত্তেও সালভিনি বলেছেন, জোট থেকে ফাইভ স্টার নিজেদেরকে প্রত্যাহার করলে তাঁর দল দ্রাঘিকে সমর্থন করবে না। আগাম নির্বাচনই সবচেয়ে ভালো সমাধান।’
মাত্তেও সালভিনি আরও বলেন, ‘যদি কোনো জোট দল একটি সরকারি কার্যক্রমকে সমর্থন না করে, তাহলে এটাই যথেষ্ট ও স্পষ্ট যে—আমাদের নির্বাচনে যাওয়া উচিত।’
মধ্য-বাম গণতান্ত্রিক দলও (পিডি) ফাইভ স্টার ছাড়া নতুন সরকার গঠন করতে ইচ্ছুক নয় বলে দলের একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে।
উত্তেজনা কমানোর জন্য দ্রাঘি মঙ্গলবার বলেছিলেন, ফাইভ স্টারের পক্ষ থেকে অনেকগুলো নীতি সরকারের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে।
জোটের অংশীদারদের সতর্ক করে দ্রাঘি বলেন, ‘সরকার আল্টিমেটামের ভিত্তিতে কাজ করে না, এতে তার অস্তিত্ব হারায়।’
দ্রাঘি অপর এক সংবাদ সম্মেলনে বলেন, ‘ফাইভ স্টার নিজেদের প্রত্যাহার করলে তিনি প্রধানমন্ত্রী হিসেবে কাজ করতে ইচ্ছুক হবেন না।’