ট্রাম্পের করোনা পরীক্ষায় নেগেটিভ এসেছে : হোয়াইট হাউস

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি নেই বলে জানিয়েছে হোয়াইট হাউস। গতকাল শনিবার এক বিবৃতিতে হোয়াইট হাউসের চিকিৎসক সিয়ান কোনলি এ তথ্য জানান। তিনি বলেন, ‘আজ (শনিবার) সন্ধ্যায় আমি শনাক্তকরণ পরীক্ষার রিপোর্ট হাতে পেয়ে নিশ্চিত হয়েছি, ডোনাল্ড ট্রাম্পের শরীরে কোভিড-১৯-এর উপস্থিতি নেই।’
ফ্লোরিডা অঙ্গরাজ্যের রিসোর্টে গত সপ্তাহে এক সভায় ব্রাজিলীয় নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করেন ট্রাম্প। যেখানকার কয়েকজন পরে করোনাভাইরাসে আক্রান্ত বলে জানা যায়। পরে ট্রাম্প করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন কি না, তা নিয়ে গুঞ্জন ওঠে।
ওই সাক্ষাতের পরও কোয়ারেন্টিনে যাননি ৭৩ বছর বয়সী মার্কিন প্রেসিডেন্ট। সম্প্রতি তিনি জানান, তাঁর শরীরে করোনাভাইরাসের কোনো উপসর্গ নেই। পরীক্ষা করানোরও দরকার নেই। তবে নানান প্রশ্নের মুখে শেষমেশ পরীক্ষা করান ট্রাম্প।
করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রের পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। সেখানে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ৫৭ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া আক্রান্ত হয়েছেন দুই হাজার ৮০৮ জন। মৃত ও আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় সংক্রমণ মোকাবিলায় দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভাইরাসের বিস্তার ঠেকাতে ৫০ বিলিয়ন ডলারের সহায়তা তহবিলেরও ঘোষণা দেন তিনি।