তিউনিসিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৬
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2019/12/03/tunisia.jpg)
তিউনিসিয়ায় উত্তরাঞ্চলে বাস দুর্ঘটনায় ২৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২১ জন। বার্তা সংস্থা এপি জানিয়েছে, ৪৩ জন আরোহী নিয়ে বাসটি পাহাড়ি এলাকার রাস্তায় বাঁক নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। বাসযাত্রীরা রাজধানী তিউনিস থেকে আইন দ্রাহাম শহরে যাচ্ছিলেন। গতকাল সোমবার দেশটির কর্মকর্তারা এ কথা জানান।
সংবাদমাধ্যম আলজাজিরা জানায়, গত রোববার তিউনিসিয়ার উত্তরাঞ্চলীয় শহর আমদুনের কাছে এ বাস দুর্ঘটনা ঘটে। বাসটিতে মোট ৪৩ আরোহী ছিলেন। বাসটির যাত্রীদের বেশিরভাগই শিক্ষার্থী ছিলেন। তিউনিসিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, একটি মোড় ঘোরার সময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ২২ জন নিহত হন। বাকি চারজন হাসপাতালে মারা যান।
এদিকে, রাশিয়ার সাইবেরিয়া প্রদেশের পূর্বাঞ্চলে বাস দুর্ঘটনায় কমপক্ষে ১৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২২ জন। প্রাথমিকভাবে জানা গেছে, বাসটির সামনের একটি চাকা খুলে যাওয়ায়, তা ব্রিজ থেকে বরফ আচ্ছাদিত নদীতে পড়ে গেলে হতাহতের এ ঘটনা ঘটে।
অন্যদিকে, ব্রাজিলের সাও পাওলোতে একটি পথ উৎসবে পদদলিত হয়ে কমপক্ষে নয়জনের প্রাণহানি ঘটেছে। উৎসব চলাকালীন পুলিশ অভিযান চালালে অনেকে পালাতে গেলে দুর্ঘটনার শিকার হন।