দামেস্ক বিমানবন্দরে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৫ : সিরিয়া
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/09/17/crisis-syria-israel-1.jpg)
সিরিয়ার দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরসহ রাজধানীর দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার দিনগত রাত পৌনে ১টার দিকে চালানো এ হামলায় অন্তত পাঁচ জন নিহত এবং বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে। সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য জানায়।
আজ শনিবার সকালে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের বেশিরভাগ ক্ষেপণাস্ত্র অকার্যকর করতে সক্ষম হয়েছে সিরীয় আকাশ প্রতিরক্ষা সিস্টেম।
তবে ইসরায়েলি এ হামলা দামেস্ক বিমানবন্দরে ফ্লাইট পরিচালনায় কোনো প্রভাব ফেলে কিনা তা জানা যায়নি।
সিরিয়ায় ইরানি সামরিক বাহিনীকে লক্ষ্যের কথা বলে প্রায়ই বিমান হামলা করে ইসরায়েল। বেশিরভাগ হামলা বিমানবন্দরে হচ্ছে, কারণ ইসরায়েল বলছে, ইরান সিরিয়া ও লেবাননে অস্ত্রশস্ত্র পাঠানোর রুট হিসেবে বিমানবন্দরগুলো ব্যবহার করছে।
গত মাসে সিরিয়ার উপকূলীয় তার্তুস প্রদেশে ইসরায়েলি বিমান হামলায় তিন সেনা সদস্য নিহত হন।
![](http://103.16.74.218/sites/default/files/styles/very_big_1/public/images/2022/09/17/capture.jpg)
গত জুনে ইসরায়েলি হামলায় দামেস্ক বিমানবন্দরের ফ্লাইট পরিচালনা কার্যক্রম প্রায় দুই সপ্তাহ বন্ধ ছিল। তার আগের মাসে আলেপ্পোর বিমানবন্দরেও হামলা চালায় ইসরায়েল।