দূতাবাস বন্ধ করে উত্তর কোরিয়া ছাড়লেন ব্রিটিশ কূটনীতিকরা
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2020/05/28/dg.jpg)
উত্তর কোরিয়ায় নিজেদের দূতাবাস সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে যুক্তরাজ্য। দেশটি ছেড়ে গেছেন ব্রিটিশ দূতাবাসের সব কর্মকর্তা-কর্মচারী। উত্তর কোরিয়ায় নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত কলিন ক্রুকস আজ বৃহস্পতিবার একথা জানিয়েছেন।
এক টুইট বার্তায় ব্রিটিশ রাষ্ট্রদূত বলেন, ‘পিয়ংইংয়ে ব্রিটিশ দূতাবাস ২৭ মে (গতকাল) সাময়িকভাবে বন্ধ করে দেওয়া দেওয়া হয়েছে এবং সব কূটনৈতিক কর্মকর্তা উত্তর কোরিয়া ত্যাগ করেছেন।’ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
এক বিবৃতিতে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘উত্তর কোরিয়ায় প্রবেশে বিধিনিষেধের কারণে আমরা দূতাবাসের কর্মকর্তাদের কাজের সময়সূচি সমন্বয় করতে পারছি না। যে কারণে দূতাবাসের কর্মকাণ্ড চালিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়েছে।’
খুব শিগগিরই পিয়ংইয়ংয়ে ব্রিটিশ কূটনীতিকদের উপস্থিতির বিষয়টি সমাধান করা হবে বলেও বিবৃতিতে বলা হয়।
এদিকে দক্ষিণ কোরিয়াভিত্তিক সংবাদমাধ্যম এনকে নিউজ জানিয়েছে, উত্তর কোরিয়ায় বিমান চলাচল বন্ধ থাকায় সড়ক পথে ব্রিটিশ কূটনীতিকরা দেশটির সীমান্ত পার হন।
উত্তর কোরিয়া এখনো দেশটিতে নভেল করোনাভাইরাস সংক্রমণের কোনো তথ্য নিশ্চিত করেনি। তবে, দেশটিতে প্রায় সব ধরনের আন্তঃসীমান্ত চলাচল বন্ধ রয়েছে। এ ছাড়া বিদেশিদের কয়েক সপ্তাহ কোয়ারেন্টিনে থাকতে বাধ্য করেছে দেশটি।
এর আগে গত মার্চে জার্মানি, ফ্রান্সসহ আরো কয়েকটি দেশ উত্তর কোরিয়া থেকে তাদের প্রতিনিধিদের সরিয়ে এনে সেখানে দেশগুলোর দূতাবাস বন্ধ করে রেখেছে।
এদিকে এর মধ্যেই পিয়ংইয়ংয়ে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত জোয়াকিম বার্গস্টর্ম আজ বৃহস্পতিবার এক টুইটবার্তায় সেখানে ‘নতুন কর্মদিবস শুরু হয়েছে’ বলে জানিয়েছেন।