ধর্ষণ মামলা দিতে আসা কিশোরীকে ধর্ষণের অভিযোগ পুলিশের বিরুদ্ধে!
চার জনের দলবদ্ধ ধর্ষণের শিকার হয়ে এক আত্মীয়কে সঙ্গে নিয়ে থানায় মামলা করতে এসে পুলিশের হাতে ধর্ষণের শিকার হয়েছে ১৩ বছরের এক কিশোরী। ভারতের উত্তরপ্রদেশের ললিতপুরে একটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে এমন অভিযোগ পাওয়া গেছে। সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
এ ঘটনায় অভিযুক্ত পুলিশ কর্মকর্তা তিলকধারী সরোজকে বরখাস্ত করা হয়েছে এবং তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ওই থানার সব পুলিশ সদস্য ও কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। পুলিশের ডিআইজি পর্যায়ের একজন কর্মকর্তাকে ২৪ ঘণ্টার মধ্যে এ ঘটনার তদন্ত করে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার কিশোরীটির বাবার দায়ের করা মামলায় বলা হয়, চার ব্যক্তি গত ২২ এপ্রিল তার মেয়েকে ভুপালে নিয়ে যায়। সেখানে আটকে রেখে মেয়েটির ওপর চার দিন ধরে ধর্ষণ-নিপীড়ন চালায়। পরে তাকে গ্রামে ফিরিয়ে দিয়ে যায় নিপীড়কেরা। থানায় যাওয়ার আগেই তারা পালিয়ে যায়।
অভিযোগ নেওয়ার পরদিন ওই কিশোরীর জবানবন্দি নেওয়ার জন্য পুনরায় থানায় ডাকা হয়। অভিযুক্ত পুলিশ কর্মকর্তা কিশোরীটিকে একটি কক্ষে নিয়ে যান এবং থানায় কিশোরীর ফুফুর উপস্থিতিতে ধর্ষণ করেন। এ ঘটনার মামলায় কিশোরীর ওই ফুফুকেও আসামি করা হয়েছে।
কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা এ ঘটনায় রাজ্য সরকারকে এক হাত নিয়েছেন। তিনি বলেছেন, ‘এই ধর্ষণের ঘটনার অভিযোগই বলে দিচ্ছে, বাগাড়ম্বরের আড়ালে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন কাজ ঠিক কতটা বাস্তবায়ন হচ্ছে।’