নাইজেরিয়ায় বহুতল ভবন ধস, বহু হতাহতের আশঙ্কা
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/11/01/bil-bg-20211101220046.jpg)
নাইজেরিয়ায় নির্মাণাধীন একটি বহুতল ভবন ধসের ঘটনায় বহু লোক হতাহত ও আটকা পড়ার আশঙ্কা করা হয়েছে। ছবি : সংগৃহীত
পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় নির্মাণাধীন একটি বহুতল ভবন ধসের ঘটনা ঘটেছে। এতে বহু লোক হতাহত ও আটকা পড়ার আশঙ্কা করা হয়েছে।
সোমবার রাতে এ খবর প্রকাশ করেছে রাশিয়ার সংবাদ নেটওয়ার্ক আরটি ও মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
সংবাদমাধ্যমের খবরে বলা হয়, নাইজেরিয়ার বাণিজ্যিক রাজধানী লাগোসে বহুতল ভবনটি ধসের ঘটনা ঘটেছে। এ সময় ভবনে অনেক নির্মাণ শ্রমিক কাজ করছিলেন। ধসের ঘটনায় তাদের ভাগ্যে কী ঘটেছে প্রাথমিক তা জানা যায়নি।
![](http://103.16.74.218/sites/default/files/styles/infograph/public/images/2021/11/01/capture6.jpg 687w)
ভবস ধসের ঘটনায় কতজন হতাহত হয়েছেন সে বিষয়ে কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালাচ্ছেন স্থানীয় জরুরি উদ্ধারকর্মীরা।
এদিকে, কোনো কোনো সংবাদমাধ্যম ধসের পড়া ভবনটি ২১ তলা, কোনো কোনো সংবাদমাধ্যম ২৫ তলা বলে জানিয়েছে।