নিউজিল্যান্ডে রেকর্ড বৃষ্টিতে ৩ জনের মৃত্যু
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/01/28/newzeland.jpg)
নিউজিল্যান্ডের অকল্যান্ডে রেকর্ড পরিমাণ বৃষ্টিতে তিনজন প্রাণ হারিয়েছে। নিখোঁজ আছে আরও একজন। দেশটির প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স শনিবার এ কথা জানিয়েছেন।
দেশটির বৃহত্তম এ শহরের বন্যা উপদ্রুত এলাকা ঘুরে এসে এক সংবাদ সম্মেলনে হিপকিন্স বলেন, ‘আকস্মিক এই বন্যায় তিনজন মারা গেছে, একজন নিখোঁজ রয়েছে।’
ক্রিস হিপকিন্স আরও বলেন, ‘অকল্যান্ডে শুক্রবারে ছিল সবচেয়ে বৃষ্টিমুখর দিন। সাম্প্রতিক সময়ে এটি ছিল নজিরবিহীন ঘটনা।’
হিপকিন্স মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, ‘আবহাওয়ার তীব্রতা কত মাত্রায় পৌঁছেছে, তা এই প্রাণহানি থেকে বোঝা যায়।’
দেশটির আবহাওয়া অফিস বলেছে, স্থানীয় সময় শুক্রবার সকাল থেকে ২৪ ঘণ্টায় অকল্যান্ড বিমান বন্দরে ২৪৯ মিলিমিটার রেকর্ড বৃষ্টি হয়েছে। অকল্যান্ডের রাস্তাগুলো আকস্মিক বন্যায় নদীতে রূপ নিয়েছে। বিমানবন্দরে যাওয়ার রাস্তাও সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
শনিবার বিকেল নাগাদ আভ্যন্তরীণ টার্মিনাল পুনরায় খুলে দেওয়া হয়, কিন্তু আন্তর্জাতিক ফ্লাইট চলাচল করেনি। রোববার পুনরায় সেটি শুরু হবে বলে আশা করা হচ্ছে।
হিপকিন্স বলেন, ‘আমরা অকল্যান্ডকে যথাসম্ভব দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে চাই।’