পাকিস্তান থেকে কাশ্মীরে জঙ্গি অনুপ্রবেশচেষ্টা, অভিযানে ভারতীয় সেনা
পাকিস্তান থেকে ভারতের জম্মু কাশ্মীরের উরি সীমান্ত দিয়ে শনিবার থেকে ছয় দফায় বড় ধরনের জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে এ কথা জানানো হয়।
সোমবার দেশটির জম্মু কাশ্মীর অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত ভারতীয় সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল ডিপি পান্ডে জানান, সাম্প্রতিক বছরগুলোতে জম্মু কাশ্মীরের উরি সীমান্তে এত বেশি সংখ্যক জঙ্গির অনুপ্রবেশ আর ঘটেনি।
কয়েকজন অনুপ্রবেশ করেছে জানিয়ে ভারতীয় সেনাবাহিনীর এই লেফটেন্যান্ট জেনারেল বলেন, তাদের ধরতে অভিযান চলছে।
স্যাটেলাইট ইমেজ থেকে প্রাপ্ত তথ্যের বরাত দিয়ে ডিপি পান্ডে আরও জানান, ২০১৬ সালের ১৮ সেপ্টেম্বরের পর উরি সীমান্তের লাইন অব কন্ট্রোলে এমনটি ঘটেনি। ওই সময়ে গোলাগুলিতে ১৯ ভারতীয় মারা গিয়েছিলেন।
লেফটেন্যান্ট জেনারেল ডিপি পান্ডে বলছেন, ৩০ ঘণ্টার বেশি সময় ধরে তারা ওই অঞ্চলে জঙ্গিবিরোধী অভিযান চালাচ্ছেন। উরি অঞ্চলের ইন্টারনেট ও মোবাইল ফোন সার্ভিস বন্ধ করে দেওয়া হয়েছে। এমন ঘটনাকে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের শামিল বলেও অভিহিত করেন তিনি।