পুলিশের গুলিতে বিক্ষোভকারীর প্রাণহানির পর শ্রীলঙ্কার রামবুক্কানায় কারফিউ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/04/20/angj81s8_julian-assange_625x300_10_february_22_2.jpg)
চলমান সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের গুলিতে বেসামরিক এক ব্যক্তির প্রাণহানির পর সহিংসতা ঠেকাতে শ্রীলঙ্কার রামবুক্কানা শহরে কারফিউ জারি করা হয়েছে। বুধবার পুলিশ ওই শহরটিতে কারফিউ জারি করেছে। খবর আল জাজিরার।
গভীর অর্থনৈতিক সঙ্কটের জেরে চলমান অস্থিরতায় পুলিশের গুলিতে বেসামরিক প্রাণহানির ঘটনায় আন্তর্জাতিক পরিমণ্ডলে নিন্দার ঝড় শুরু হয়েছে।
সঙ্কটে জর্জরিত শ্রীলঙ্কার সরকার বর্তমান পরিস্থিতি সামলাতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে সহায়তা চেয়েছে।
১৯৪৮ সালে স্বাধীনতা পাওয়ার পর এবারই প্রথম সবচেয়ে বিপর্যয়কর অর্থনৈতিক সঙ্কটের মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা। দেশটিতে নিত্য-প্রয়োজনীয় খাদ্য ও পণ্যসামগ্রীর তীব্র সঙ্কট চলছে। আমদানিতে বিপর্যয় দেখা দেওয়ায় দ্রব্যমূল্য আকাশ ছুয়েছে। উৎপাদনে ভাটা পড়ায় দিনের বেশিরভাগ সময়ই বিদ্যুৎবিহীন থাকতে হচ্ছে দক্ষিণ এশিয়ার এই দ্বীপ রাষ্ট্রের বাসিন্দাদের।
![](http://103.16.74.218/sites/default/files/styles/infograph/public/images/2022/04/20/capture_5.jpg 687w)
মুদ্রাস্ফীতি বাড়তে থাকায় দেশটিতে হু হু করে বাড়ছে খাদ্য-ওষুধসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম। বৈদেশিক মুদ্রার মজুত কমে যাওয়ায় আন্তর্জাতিক বাজার থেকে জ্বালানি আমদানি করতে পারছে না দেশটি। ফলে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে শ্রীলঙ্কার গণপরিবহন ও বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা।
বিদ্যুৎ-খাদ্য-ওষুধ-জ্বালানি সংকটে অতিষ্ঠ শ্রীলঙ্কার জনগণ গত কিছু দিন ধরে সড়কে অবস্থান নিয়েছেন এবং সরকারের পদত্যাগের দাবিতে কলম্বোসহ দেশের সব বড় শহরে আন্দোলন শুরু করেছেন তারা। জনগণের ক্ষোভের মুখে এরই মধ্যে মন্ত্রিসভার অধিকাংশ সদস্য পদত্যাগ করেছেন।