গোপালগঞ্জে ১৪ ঘণ্টা কারফিউ শিথিল
গোপালগঞ্জে এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে সংঘর্ষের পর জারি করা কারফিউ শনিবার (১৯ জুলাই) সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৪ ঘণ্টার জন্য শিথিল করা হয়েছে। এতে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন।
সকাল থেকেই শহরের বিভিন্ন সড়কে যানবাহন চলাচল শুরু হয়। খুলতে শুরু করে দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে মানুষের চলাচল ও কর্মচাঞ্চল্য। কিছু এলাকায় যানজটও লক্ষ্য করা গেছে।
সংঘর্ষের ঘটনায় গোপালগঞ্জ, কোটালীপাড়া ও কাশিয়ানী থানায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের দুই হাজার ৬০০ নেতাকর্মীকে আসামি করে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে।
জেলার সার্বিক পরিস্থিতি বর্তমানে শান্ত থাকলেও সাধারণ মানুষের মধ্যে এখনও গ্রেপ্তার আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে মামলায় নাম এড়ানো ও অভিযানে আটক এড়াতে অনেকেই নিজ বাড়িঘর ছেড়ে আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে।
কারফিউ শিথিলের বিষয়টি নিশ্চিত করেছেন, গোপালগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।