ভারতের রাজস্থানে সেলফি তোলাকালে ৬ জনসহ বজ্রপাতে ১৯ মৃত্যু
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/07/12/india.jpg)
বজ্রপাতে ভারতের রাজস্থান রাজ্যের রাজধানী শহর জয়পুরের নিকটবর্তী আম্বর দুর্গের একটি স্তম্ভে উঠে সেলফি তোলার সময় ছয় জনসহ ১৯ জনের মৃত্যু হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়ার খবরে এসব তথ্য জানানো হয়েছে।
টাইমস অব ইন্ডিয়া জানায়, বজ্রপাতে আম্বর দুর্গেই ১১ জনের মৃত্যু হয়েছে। গোটা রাজ্যে এদিন মোট ১৯ জনের মৃত্যু হয়েছে।
অনেকে পাহাড়ি বনভূমি এলাকায় অবস্থিত আম্বর দুর্গের একটি স্তম্ভে উঠে বৃষ্টি উপভোগ করছিলেন। এমন সময় বজ্রপাত হলে বহু লোক সেখান থেকে ঝাঁপিয়ে নিচে পড়ে। নিচে পড়ে যাওয়া ২৯ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি। উদ্ধার কাজ চলমান রয়েছে।
![](http://103.16.74.218/sites/default/files/styles/infograph/public/images/2021/07/12/india_insert_2.jpg 687w)
টাইমস অব ইন্ডিয়া জানায়, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলত নিহত প্রত্যেকের পরিবারকে পাঁচ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন। তবে এনডিটিভির খবরে ক্ষতিপূরণের পরিমাণ চার লাখ রুপি বলে উল্লেখ করা হয়।
![](http://103.16.74.218/sites/default/files/styles/infograph/public/images/2021/07/12/india_insert.jpg 687w)
রোববার রাজস্থানের অনেক জায়গায় বৃষ্টি হয়। আবহাওয়ার পূর্বাভাসে আজ সোমবারও রাজস্থানসহ আশপাশের এলাকায় বৃষ্টিপাত চলমান থাকার কথা জানিয়েছে ভারতীয় আবহাওয়া অফিস।