ভোটারদের সুসংহত হওয়ার আহ্বান জানালেন ওবামা
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2020/10/14/nnxqh2tf.jpg)
যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের আগে জো বাইডেনের পক্ষে নির্বাচনের আগে ভোটারদের সুসংহত হওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা।
মঙ্গলবার প্রকাশিত এক ভিডিওতে ওবামা বলেন, ‘এই নির্বাচনে যথেষ্ট ঝুঁকি রয়েছে। ইতিহাস দেখায় যে আপনার এবং আপনার বন্ধুদের ভোট দেওয়ার বিষয়টি নিশ্চিত করার সহজ উপায় হলো পরিকল্পনা করা।
ভিডিওতে নির্বাচনের ব্যাটল গ্রাউন্ড হিসেবে উইসকনসিন, পেনসিলভানিয়া, ওহাইয়ো, ফ্লোরিডাসহ ২৪টি অঙ্গরাজ্যের উল্লেখ করা হয়েছে।
এদিকে মার্কিন ইতিহাসের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট ওবামার কাছ থেকে আসা এই বার্তা যতটা না আদর্শিক তারচেয়ে বেশি বাস্তবসম্মত বলে মনে করা হচ্ছে।
এ ছাড়া মতামত জরিপে ওবামার সময়ের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের এগিয়ে থাকার পরও নির্বাচন হতাশার হতে পারে এই বার্তা দলের মধ্যকার এ উদ্বেগেরও প্রতিফলন বলে মনে করছেন বিশ্লেষকরা।
মার্কিন রাজনীতিতে ওবামা এখনো যথেষ্ট প্রভাবশালী। এ ছাড়া তাঁর স্ত্রী মিশেল ওবামারও রয়েছে নিজস্ব প্রভাব। তিনিও বাইডেনের সমর্থনে কাজ করছেন।