মধ্যপ্রাচ্যে আরো সেনা পাঠাচ্ছে মার্কিন প্রশাসন

ইরাকি সংগঠন হাশদ আল-শাবির ঘাঁটিতে গত সোমবার মার্কিন বাহিনীর রকেট হামলার পরের দিনই ইরাকে অবস্থিত মার্কিন দূতাবাসে হামলা চালানো হয়। এ সময় হামলাকারীরা দূতাবাসের কাছে একটি প্রহরা চৌকিতে আগুন ধরিয়ে দেয়।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলায় উসকানি দেওয়ার জন্য ইরানকে দায়ী করেছেন। কিন্তু ইরানের পক্ষ থেকে ট্রাম্পের দাবি নাকচ করে দেওয়া হয়েছে।
এ ঘটনার জেরে মধ্যপ্রাচ্যের কুয়েতে আরো সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রশাসন।
দেশটির সংবাদমাধ্যম ফক্স নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী মার্ক এস্পার বলেন, অন্তত ৭৫০ প্যারাট্রুপার মধ্যপ্রাচ্যে মোতায়েনের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে।
মঙ্গলবার এক বিবৃতিতে মার্কিন প্রশাসন জানিয়েছে, তারা মধ্যপ্রাচ্যে আরো সেনা পাঠাচ্ছে। ইরানপন্থি বিক্ষোভকারীরা ইরাকে মার্কিন দূতাবাস চত্বরে জোরপূর্বক প্রবেশ করে সেখানে আগুন ধরিয়ে দেওয়ার পরই এই সিদ্ধান্ত নিয়েছে তারা।