মধ্যপ্রাচ্যে আরো ৩ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে আরো তিন হাজার সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল শুক্রবার বাগদাদ বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের রকেট হামলায় ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা জেনারেল কাসেম সোলেইমানি নিহত হওয়ার একদিন পরই এমন সিদ্ধান্ত নিল দেশটি। সংবাদমাধ্যম বিবিসির খবরে এ তথ্য জানানো হয়েছে।
সোলেইমানি হত্যার কঠোর প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। ফলে ইরানের পাল্টা হামলার আশঙ্কায়ই সেনা মোতায়েন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।
মধ্যপ্রাচ্যের উদ্দেশে ৮২ এয়ারবোন ডিভিশনের তিন হাজার সেনা এরই মধ্যে উত্তর ক্যারোলিনার ফোর্ট ব্র্যাগ ত্যাগ করেছে। চলতি সপ্তাহেই তাদের মধ্যপ্রাচ্যে মোতায়েন করা হবে। এবিসি নিউজকে যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তা এ তথ্য জানান। এসব সেনা কুয়েতে মোতায়েন করা হতে পারে বলেও জানান তাঁরা।
গতকাল শুক্রবার ভোরে ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাওয়ার পথে ইরানের বিপ্লবী গার্ডের প্রধান জেনারেল কাসেম সোলেইমানিসহ তার ঘনিষ্ঠ উপদেষ্টাদের গাড়ি বহরে ড্রোন হামলা চালায় মার্কিন বাহিনী। এতে সোলেইমানিসহ আটজন নিহত হন।