মিসরে আচমকা সরকারবিরোধী বিক্ষোভ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2020/09/21/egypt.jpg)
মিসরে আচমকা সরকারবিরোধী স্লোগান নিয়ে রাস্তায় নেমে এসেছে মানুষ। দেশটির গিজা অঞ্চলে এ বিক্ষোভ হয়। তবে বিক্ষোভের বিষয়টি আঁচ করতে পেরে দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
সংবাদমাধ্যম আলজাজিরা জানায়, বিক্ষোভের কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা গেছে, বিক্ষোভকারীরা ব্যানার প্রদর্শন করে মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল-সিসির পদত্যাগের দাবিতে স্লোগান দিচ্ছে।
গিজার কাদায়া গ্রামে পুলিশের গাড়ি ভাঙচুর করতে দেখা গেছে বিক্ষোভকারীদের। তারা এ সময় স্লোগান দেয়, ‘আল্লাহর কাছে আমাদের আর্জি এই অভ্যুত্থানকারীর (প্রেসিডেন্ট সিসি) পতন হোক।’
গত বছরের সেপ্টেম্বরে মোহাম্মদ আলি নামে একজন সাবেক সামরিক ঠিকাদারের ডাকে মিসরজুড়ে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসেছিল। ওই ঘটনার এক বছর পূর্তিতে ২০ সেপ্টেম্বর মোহাম্মদ আলি ফের সরকারবিরোধী বিক্ষোভের ডাক দিলে দেশজুড়ে সতর্কতা জারি করে সরকার।
বিক্ষোভের আগেই এক অভিযানে বামপন্থী নেতা আমিন আল-মাহদিসহ বেশ কয়েকজন অ্যাকটিভিস্টকে গ্রেপ্তার করা হয়েছে।